


বিকল্পসমূহ
(ক) টাইফুন
(খ) টর্নেডো
(গ) উইলি-উইলি
(ঘ) হ্যারিকেন
উত্তর: কারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তকে বলা হয় (ঘ) হ্যারিকেন
আরও তথ্য: ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট এই ঘূর্ণাবর্তগুলি বেশ বিধ্বংশী হয়। মোটামুটিভাবে জুন মাসের প্রথম থেকে নভেম্বর মাসের শেষ পর্যন্ত যখন ক্যারিবিয়ান সাগর সংলগ্ন অঞ্চলে বর্ষাকাল বিরাজ করে, তখন এই হ্যারিকেনগুলির উপকূল এমনকি দ্বীপের ভেতরের ভূখন্ডেও মারাত্মক প্রভাব ফেলে। মূল ভূখন্ডে এই সময় ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়। হ্যারিকেনের প্রভাব সর্বাধিক পরিলক্ষিত হয় উত্তর আমেরিকার ফ্লোরিডা, মধ্য আমেরিকা হন্ডুরাস, নিকারাগুয়া এবং মেক্সিকো প্রভৃতি অঞ্চলে।
১৯৯২ সালে ফ্লোরিডাতে ঘটে যাওয়া হ্যারিকেন অয়ান্ড্রু ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল।