জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর

মাধ্যমিক বাংলা পাঠ্যবইয়ের প্রথম অধ্যায় জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর এর বিচিত্র সম্ভার প্রকাশ করা হল নীচে

(i) নতুন মেসোকে দেখে তপনের
(ক) জ্ঞানচক্ষু খুলে গেল
(খ) কথা বন্ধ হয়ে গেল
(গ) গলা কাঠ হয়ে এল
(ঘ) ভীষণ আনন্দ হল
উত্তর: (ক) জ্ঞানচক্ষু খুলে গেল

(ii) নতুন মেসো কী করেন
(ক) পুঁথি লেখেন
(খ) হিসাব লেখেন
(গ) বই লেখেন
(ঘ) সভা করেন
উত্তর: (গ) বই লেখেন

(iii) জ্ঞানচক্ষু গল্প অনুযায়ী তপন কাদেরকে কাছ থেকে আগে কখনও দেখেনি
(ক) অধ্যাপকদের
(খ) লেখকদের
(গ) নাট্যকারদের
(ঘ) ইঞ্জিনিয়ারদের
উত্তর: (খ) লেখকদের

জ্ঞানচক্ষু (আশাপূর্ণা দেবী) - গল্পের প্রশ্ন উত্তর

(iv) কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল
(ক) ছোটোমাসির বিয়ে হবে
(খ) নতুন মেসো কলেজে পড়ান
(গ) নতুন মেসো একজন লেখক
(ঘ) নতুন মেসো ক্রিকেট খেলেন
উত্তর: (গ) নতুন মেসো একজন লেখক

(v) কোন বিষয়ে সন্দেহ ছিল তপনের
(ক) লেখকরা শুধুই লিখে যান
(খ) তপন জীবনে খুব বড়ো মানুষ হবে
(গ) তপনের মেসো একজন লেখক
(ঘ) লেখকরা তার বাবা-মামার মত সাধারণ মানুষ
উত্তর: (ঘ) লেখকরা তার বাবা-মামার মত সাধারণ মানুষ

আরও পড়ুন – জ্ঞানচক্ষু গল্পে তপনের চরিত্র

(vi) ছোটোমেসো প্রত্যহ যে কাজগুলি করেন সেগুলি হল
(ক) চুল কাটা, ঘূরতে যাওয়া
(খ) দাড়ি কামানো, সিগারেট খাওয়া
(গ) ক্লাস নেওয়া, টিউশন পড়ানো
(ঘ) চিঠি লেখা, সংবাদপত্র পড়া
উত্তর: (খ) দাড়ি কামানো, সিগারেট খাওয়া

(vii) খেতে বসে ছোটোমেসো যা বলেন
(ক) একটুকু ভাত তুলে নিন
(খ) একটু জল দিন
(গ) আরে ব্যস, এত এখনও খাওয়া যায়?
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) আরে ব্যস, এত এখনও খাওয়া যায়?

(viii) তর্ক শেষে মেসো কী বলেন
(ক) এ দেশ বদলাবে না
(খ) যুবসমাজকে ঘুরে দাঁড়াতে হবে
(গ) এ দেশ এখনও পিছিয়ে আছে
(ঘ) এ দেশের কিছু হবে না
উত্তর: (ঘ) এ দেশের কিছু হবে না

(ix) মেসো ছোটোমামাদের মতোই ____ নিয়ে প্রবলভাবে গল্প করেন
(ক) সংবাদপত্রের সব কথা নিয়ে
(খ) টিভিতে দেখানো সব বিষয় নিয়ে
(গ) বাড়ির সব বিষয় নিয়ে
(ঘ) পড়াশোনার সব বিষয় নিয়ে
উত্তর: (ক) সংবাদপত্রের সব কথা নিয়ে

(x) কোন উপলক্ষে তপন মামার বাড়িতে এসেছে?
(ক) ছোটোমাসির বিয়ে
(খ) ভাগ্নের অন্নপ্রাশন
(গ) জন্মদিন
(ঘ) গৃহপ্রবেশ
উত্তর: (ক) ছোটোমাসির বিয়ে

(xi) শ্বসুরবাড়িতে মেসোর কয়েকদিন থেকে যাওয়ার কারণ কী?
(ক) শীতের ছুটি
(খ) মাসির শরীর খারাপ
(গ) গ্রীষ্মাবকাশ
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) গ্রীষ্মাবকাশ

(xii) লেখক মানে –
(ক) আকাশ থেকে পড়া কোনো জীব
(খ) আকাশ থেকে পড়া কোনো জীব নয়
(গ) সম্পূর্ণ ভিন্নধর্মী এক জীব
(ঘ) অন্য গ্রহের প্রাণী
উত্তর: (খ) আকাশ থেকে পড়া কোনো জীব নয়

(xiii) তপনের ছোটোমেসো পেশায় একজন –
(ক) শিক্ষক
(খ) সৈনিক
(গ) পুরোহিত
(ঘ) অধ্যাপক
উত্তর: (ঘ) অধ্যাপক

(xiv) ছোটোমাসি যখন ছোটোমেসোর দিকে ধাবিত হন, তখন ছোটোমেসো –
(ক) ফল খাচ্ছিলেন
(খ) গল্প করছিলেন
(গ) ঘুমাচ্ছিলেন
(ঘ) গল্প লিখছিলেন
উত্তর: (গ) ঘুমাচ্ছিলেন

(xv) যখন ছোটোমাসি মেসোর দিকে ধাবিত হয়, তপন –
(ক) খুশি হয়
(খ) দুঃখ পায়
(গ) ব্যথিত হয়
(ঘ) আপত্তি তোলে
উত্তর: (ঘ) আপত্তি তোলে

(xvi) ছোটোমেসোর ঘুম ভাঙে
(ক) দুঃস্বপ্ন দ্যাখে
(খ) ছোটোমাসির হইচইতে
(গ) তপনের গানে
(ঘ) তপনের পিসির চিৎকারে
উত্তর: (খ) ছোটোমাসির হইচইতে

(xvii) রত্নের মূল্য _____ কাছে
(ক) জহুরির
(খ) ডুবুরির
(গ) ডাকাতের
(ঘ) স্বর্ণকারের
উত্তর: (ক) জহুরির

(xviii) মেসো তপনের গল্পকে একটু ____ করে ছাপাতে দেওয়ার কথা বলেছিলেন।
(ক) দেখাশোনা
(খ) কারেকশন
(গ) সংযোজন
(ঘ) এডিট
উত্তর: (খ) কারেকশন

(xix) তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন?
(ক) আনন্দমেলা
(খ) শুকতারা
(গ) কিশোর জ্ঞান-বিজ্ঞান
(ঘ) সন্ধ্যাতারা
উত্তর: (ঘ) সন্ধ্যাতারা

(xx) তপনের বয়সের ছেলেমেয়েরা যেসব বিষয়ে গল্প লেখে সেগুলি হল –
(ক) খুন-জখম, অনাহারে মৃত্যু, রাজারানি
(খ) রূপকথা
(গ) পড়াশোনা, খেলাধূলা
(ঘ) কল্পবিজ্ঞান-প্রযুক্তি
উত্তর: (ক) খুন-জখম, অনাহারে মৃত্যু, রাজারানি

(xxi) তপনের গল্পের মূল বিষয় কি ছিল?
(ক) স্কুল জীবনের শেষ দিনের অভিজ্ঞতা
(খ) প্রথম বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা
(গ) প্রথম সিনেমা দেখতে যাওয়ার অভিজ্ঞতা
(ঘ) স্কুল জীবনের প্রথম দিনের অভিজ্ঞতা
উত্তর: (ঘ) স্কুল জীবনের প্রথম দিনের অভিজ্ঞতা

(xxii) মেসো কখন গল্পটি নিয়ে চলে যান?
(ক) ছুটি চলাকালীন
(খ) কলেজ শেষ হলে
(গ) ছুটি ফুরালে
(ঘ) নিজের কাজকর্ম শেষ হলে
উত্তর: (গ) ছুটি ফুরালে

(xxiii) তিনতলার ঘরে তপন কী নিয়ে উঠে গিয়েছিল?
(ক) একটি হোমটাস্কের খাতা ও একটি কলম
(খ) একটি আঁকা খাতা ও একটি পেন্সিল
(গ) একটি সাদা কাগজ ও একটি কলম
(ঘ) মোবাইল ফোন
উত্তর: (ক) একটি হোমটাস্কের খাতা ও একটি কলম

(xxiv) তপনের জীবনের দ্বিতীয় গল্পটি তপন কীসে লিখেছিল?
(ক) একটি ডাইরিতে
(খ) একটি নোটপ্যাডে
(গ) একটি হোমটাস্কের খাতায়
(ঘ) একটি হলুদ কাগজে
উত্তর: (গ) একটি হোমটাস্কের খাতায়

(xxv) তপনের ছোটোমাসি তপনের চেয়ে কত বছরের বড়ো?
(ক) ৬
(খ) ১৬
(গ) ৮
(ঘ) ১০
উত্তর: (ঘ) ১০

(xxvi) বাড়িতে তপনের নাম হয়ে গেছে –
(ক) কবি, কথাশিল্পী, সাহিত্যিক
(খ) সাহিত্যিক, কবি, কথাশিল্পী
(গ) কবি, সাহিত্যিক, কথাশিল্পী
(ঘ) লেখক, কবি, ঔপন্যাসিক
উত্তর: (গ) কবি, সাহিত্যিক, কথাশিল্পী

(xxvii) বাড়ির লোকেদের ঠাট্টা-তামাশার মধ্যে তপন আর কয়টি গল্প লিখেছিল?
(ক) এক-দুইটি
(খ) দুই-তিনটি
(গ) তিন-চারটি
(ঘ) চার-পাঁচটি
উত্তর: (খ) দুই-তিনটি

(xxviii) ছোটোমেসো ও ছোটোমাসি কোন পত্রিকা নিয়ে তপনদের বাড়ি এসেছিল?
(ক) সন্ধ্যাতারা
(খ) শুকতারা
(গ) দেশ
(ঘ) সন্দেশ
উত্তর: (ক) সন্ধ্যাতারা

(xxix) ছোটোমেসো ও ছোটোমাসিকে সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে আসতে দেখে তপন ভেবেছিল
(ক) ঐ দিনটি বোধহয় তার জীবনের সবচেয়ে দুঃখের দিন
(খ) ঐ দিনটি থেকে তার জীবনে উন্নতি শুরু হবে
(গ) ঐ দিনে বাবা-মা তার খুব প্রসংশা করবে
(ঘ) ঐ দিনটি বোধহয় তার জীবনের সবচেয়ে সুখের দিন
উত্তর: (ঘ) ঐ দিনটি বোধহয় তার জীবনের সবচেয়ে সুখের দিন

(xxx) তপনের পুরো নাম ছিল
(ক) তপন চন্দ্র রায়
(খ) তপন কুমার মুখোপাধ্যায়
(গ) তপন কুমার রায়
(ঘ) তপনবীহারি মজুমদার
উত্তর: (গ) তপন কুমার রায়

(xxxi) পৃথিবীতে ঘটতে চলা অলৌকিক ঘটনাটি হল
(ক) তপনের গল্প স্কুল ম্যাগাজিনে ছাপা হওয়া
(খ) তপনের নাম খবরের কাগজে প্রকাশিত হওয়া
(গ) ছাপার অক্ষরে তপনের লেখা গল্প প্রকাশিত হওয়া
(ঘ) স্কুলে পরীক্ষায় তপনের ফার্স্ট হওয়া
উত্তর: (গ) ছাপার অক্ষরে তপনের লেখা গল্প প্রকাশিত হওয়া

(xxxii) তপনের লেখা গল্পটির নাম কী ছিল?
(ক) প্রথম মুহূর্ত
(খ) প্রথম দিন
(গ) ফিরে দেখা
(ঘ) বিদায়
উত্তর: (খ) প্রথম দিন

(xxxiii) তপনের গল্প ‘কারেকশন’ করে দিয়েছিলেন
(ক) তপনের বাবা
(খ) তপনের মামা
(গ) তপনের মা
(ঘ) তপনের ছোটোমেসো
উত্তর: (ঘ) তপনের ছোটোমেসো

(xxxiv) সূচিপত্রে কী নামে তপনের গল্প প্রকাশিত হয়েছিল?
(ক) শ্রীতপন কুমার রায়
(খ) তপন রায়
(গ) তপন কুমার রায়
(ঘ) শ্রীতপন
উত্তর:

(xxxv) গল্পে ছোটোমাসিকে কী খেতে দেখা যায়?
(ক) চা
(খ) চা আর বিস্কুট
(গ) ডিম ভাজা আর চা
(ঘ) কফি আর ডিম ভাজা
উত্তর: (গ) ডিম ভাজা আর চা

(xxxvi) গল্পে মেসোকে কী খেতে দেখা যায়?
(ক) চা
(খ) কফি
(গ) কফি এবং পকোড়া
(ঘ) কফি আর ডিম ভাজা
উত্তর: (খ) কফি

(xxxvii) তপনকে কে গল্পটি পড়ার নির্দেশ দেন?
(ক) তপনের মাসি
(খ) তপনের মা
(গ) তপনের কাকা
(ঘ) তপনের মেসো
উত্তর: (খ) তপনের মা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *