দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 27 সেমি ও 16 সেমি, প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে, দ্বিতীম ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কতো হবে নির্ণয় করো।

User
Asked in:
Madhyamik 2025
Subject
Subject:
Math
Class
Class:
Class 10

ধরা যাক, দ্বিতীম ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য হবে x সেমি

আমরা জানি, সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে, অনুরূপ বাহুর দৈর্ঘ্যের অনুপাত = ত্রিভুজদুটির পরিসীমার অনুপাত

অর্থাৎ,

মান বসিয়ে পাই,

\dfrac{9}{x}=\dfrac{27}{16}

x=\dfrac{16}{3} সেমি

∴ দ্বিতীম ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য হবে \dfrac{16}{3} সেমি (5.33 সেমি)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *