কারেন্ট অ্যাফেয়ার্স ১ জুন ২০২২

কারেন্ট অ্যাফেয়ার্স ১ জুন ২০২২ | 1 June 2022 Current Affairs in Bengali – Most Important Questions

কারেন্ট অ্যাফেয়ার্স ১ জুন ২০২২

কারেন্ট অ্যাফেয়ার্স ১ জুন ২০২২ - প্রশ্ন ১:

প্রশ্ন – ১: লোকপাল এর কার্যকরী চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে

  1. বিচারক লোকেশ আগারওয়াল
  2. বিচারক বিক্রম ত্রিবেদী
  3. বিচারক মহেন দুবে
  4. বিচারক প্রদীপ কুমার মোহান্তি / মোহন্ত (Mohanty)
উত্তর দেখুন বিচারক প্রদীপ কুমার মোহান্তি / মোহন্ত (Mohanty)

লোকপাল কমিটি সম্বন্ধে

জাতীয় স্তরের দুর্নীতি দমনের জন্য লোকপাল নামক কমিটি-টি গঠিত হয়েছে। লোকপাল একজন চেয়ারপারসন এবং ৮ জন সদস্য নিয়ে গঠিত হয়।
সম্প্রতি লোকপাল এর কার্যকরী চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে বিচারক প্রদীপ কুমার মোহান্তি কে। পূর্বে বিচারক পিনাকী চন্দ্র বোস এই পদে আসীন ছিলেন। গত ২৮ শে মে ২০২২ তারিখে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিচারক প্রদীপ কুমার মোহান্তি কে লোকপালের কার্যকরী চেয়ারপারসন (Acting Chairperson) হিসাবে নিয়োগ করেন।

প্রদীপ কুমার মোহান্তি সম্বন্ধে

বিচারক প্রদীপ কুমার মোহান্তি ১৯৫৫ সালের ১০ ই জুন জন্মগ্রহণ করেন। পূর্বে তিনি এই লোকপাল কমিটির বিচারক পদে আসীন ছিলেন। এর পূর্বে তিনি ঝাড়খন্ড রাজ্যের হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ছিলেন।

কারেন্ট অ্যাফেয়ার্স ১ জুন ২০২২ - প্রশ্ন ২:

প্রশ্ন – ২: ভারতের প্রথম বায়ু ও সৌর শক্তি চালিত হাইব্রিড পাওয়ার প্লান্ট নিম্নলিখিত কোন স্থানে চালু করা হয়েছে?

  1. কন্যাকুমারী
  2. জয়সলমীর
  3. চিলকা হ্রদ
  4. আন্দামান

উত্তর দেখুন

জয়সলমীর

‘আদানি হাইব্রিড এনার্জি জয়সলমীর লিমিটেড’ নির্মিত ভারতের প্রথম বায়ু ও সৌরশক্তি চালিত হাইব্রিড পাওয়ার প্লান্ট রাজস্থানের জয়সলমীর এর সম্প্রতি চালু করা হয়েছে
বর্তমানে এই পাওয়ার প্লান্টের উৎপাদন ক্ষমতা ৩৯০ মেগাওয়াট।

কারেন্ট অ্যাফেয়ার্স ১ জুন ২০২২ - প্রশ্ন ৩:

প্রশ্ন – ৪: সম্প্রতি ভারতীয় নেভির কোন জাহাজকে মুম্বাইয়ের ‘নেভাল ডকইয়ার্ড’ (Neval Dockyard) এ অবসর দেওয়া হয়েছে ?

  1. আই.এন. এস. গোমতী
  2. আই.এন. এস. বিক্রম
  3. আই.এন. এস. বিক্রমাদিত্য
  4. আই.এন. এস. সূর্য
উত্তর দেখুনআই.এন. এস. গোমতী

৩৪ বছর ধরে ভারতীয় নেভির সেবা করার পর অবশেষে অবসর দেওয়া হল আই.এন. এস. গোমতী কে। ১৯৮৮ সালের ১৬ ই এপ্রিল এটি কে প্রথম কার্যকরী করা হয়েছিল এবং গত ২৮ শে মে তারিখে এটি জাহাজটিকে অবসর দেওয়া হয়। আই.এন. এস. গোমতী অপারেশন ক্যাকটাস, অপারেশন পরাক্রম এর মত গুরুত্বপূর্ণ অপারেশন গুলিতে ব্যবহার করা হয়েছিল।

কারেন্ট অ্যাফেয়ার্স ১ জুন ২০২২ - প্রশ্ন ৪:

প্রশ্ন – ৪: নিম্নলিখিত কোন স্থানে দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়া থেকে আনিত চিতাবাঘগুলিকে রাখা হবে ?

  1. চিন্নার ওয়াল্ডলাইফ স্যাংচুয়ারি
  2. কুনো ওয়াল্ডলাইফ স্যাংচুয়ারি
  3. কানহা ওয়াল্ডলাইফ স্যাংচুয়ারি
  4. মাদুমালাই ওয়াল্ডলাইফ স্যাংচুয়ারি
উত্তর দেখুনকুনো ওয়াল্ডলাইফ স্যাংচুয়ারি

কারেন্ট অ্যাফেয়ার্স ১ জুন ২০২২ - প্রশ্ন ৫:

প্রশ্ন – ৫: আসন্ন ভারত – আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ এর অধিনায়ক হিসেবে কে নির্বাচিত করা হয়েছে?

  1. বিরাট কোহলী
  2. রোহিত শর্মা
  3. কে.এল. রাহুল
  4. রিষভ পন্থ
উত্তর দেখুন

কে.এল. রাহুল

কে.এল. রাহুল কে আসন্ন ভারত – দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ এর অধিনায়ক হিসেবে কে নির্বাচিত করা হয়েছে। ভারতের জাতীয় ক্রিকেট দলের দুইজন অভিজ্ঞ খেলোয়ার বিরাট কোহলী এবং রোহিত শর্মা কে সদ্য আইপিএল – এর ধকলের জন্য সাময়িক অবসর দেওয়া হয়েছে এবং এই অবকাশে কে.এল. রাহুল কে আসন্ন ভারত – দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ এর অধিনায়ক হিসেবে কে নির্বাচিত করা হয়েছেএবং রিষভ পন্থ কে সহ-অধিনায়ক এর দায়িত্ব দেওয়া হয়েছে।

৫ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৯ ই জুন প্রতিবার এবং চলবে ১৯ শে জুন পর্যন্ত।

কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা শুধুমাত্র প্রথাগত পরীক্ষার জন্যই নয়, বরং আমাদের প্রত্যাহিক জীবনেও বেশ গুরুত্বপূর্ণ।

এই ওয়েবসাইটে প্রকাশিত কারেন্ট অ্যাফেয়ার্স– এর এই সিরিজে প্রতিনিয়ত দেশ-বিদেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সংক্রান্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে।

UPSC, SSC, CGL প্রভৃতি চাকরির পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান / জিকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই সাধারণ জ্ঞান এর একটা বিরাট অংশ জুড়ে থাকে দেশ-বিদেশের নিত্যনতুন ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা থেকে বিভিন্ন প্রশ্ন উত্তর যাকে কারেন্ট অ্যাফেয়ার্স – ও বলা হয়ে থাকে। তাই, চাকরির পরীক্ষার পরীক্ষার্থীদের দৃষ্টিকোণ থেকে ১ লা জুন – এর এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি খুবই গুরুত্বপূর্ণ।

আজ, অর্থাৎ ১ লা জুন  এর কারেন্ট অ্যাফেয়ার্স – এ ৫ টি প্রশ্ন এবং তার উত্তর দেওয়া হল। শুধু তাই নয়, প্রশ্ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যও প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া হল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *