কারেন্ট অ্যাফেয়ার্স - ২৮ মে ২০২২

কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ মে ২০২২ | 28 May 2022 Current Affairs in Bengali – Most Important Questions

কারেন্ট অ্যাফেয়ার্স - ২৮ মে ২০২২

কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ মে ২০২২:

প্রশ্ন – ১: W.T.O. বা World Trade Organisation এর অধীন Technical Barriers on Trade বা T.B.T. কমিটির নতুন চেয়ারম্যান পদে সদ্য কোন ভারতীয়কে নিয়োগ করা হয়েছে?

  1. Mahesh Kataaria
  2. Anwar Hussain
  3. Jayant Agarwal
  4. Siraj Mohammed
উত্তর দেখুন

Anwar Hussain

 

প্রশ্ন – ২: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সবথেকে বড় ‘ড্রোন’ উৎসব (ভারত ড্রোন মহোৎসব) নিম্নলিখিত কোন স্থানে উদ্বোধন করেছেন?

  1. কলকাতা
  2. মুম্বাই
  3. চেন্নাই
  4. নতুন দিল্লি
উত্তর দেখুন

নতুন দিল্লি (স্থান : প্রগতি ময়দান)

প্রশ্ন – ৩: TB সংক্রমণ পরীক্ষা করার জন্য c-TB পরীক্ষা নিম্নলিখিত কোন দেশে সম্প্রতি প্রবর্তিত হবে ?

  1. আমেরিকা
  2. রাশিয়া
  3. ভারত
  4. জাপান
উত্তর দেখুন

ভারত

প্রশ্ন – ৪: ২০২২ সালের IBA বা International Boxing Assiosiation কতৃক অনুষ্ঠিত মহিলাদের বক্সিং চ্যাম্পিয়নশিপ (Women’s World Boxing Championshipনিম্নলিখিত কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?

  1. তুর্কি
  2. জাপান
  3. ঘানা
  4. সুইডেন
উত্তর দেখুন

তুর্কি

আজ থেকে আমাদের ওয়েবসাইট আমি পড়ি তে শুরু করা হল একটি নতুন সিরিজ – কারেন্ট অ্যাফেয়ার্স।

এই কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজে প্রতিনিয়ত দেশ-বিদেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সংক্রান্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে।

UPSC, SSC, CGL প্রভৃতি চাকরির পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান / জিকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই সাধারণ জ্ঞান এর একটা বিরাট অংশ জুড়ে থাকে দেশ-বিদেশের নিত্যনতুন ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা থেকে বিভিন্ন প্রশ্ন উত্তর যাকে কারেন্ট অ্যাফেয়ার্স – ও বলা হয়ে থাকে। তাই, চাকরির পরীক্ষার পরীক্ষার্থীদের দৃষ্টিকোণ থেকে ২৮ শে মে – এর এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি খুবই গুরুত্বপূর্ণ।

আজ, অর্থাৎ ২৮ শে মে এর কারেন্ট অ্যাফেয়ার্স – এ প্রাথমিকভাবে ৪ টি প্রশ্ন এবং তার উত্তর দেওয়া হল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *