প্রশ্ন – ১: নিম্নলিখিত কোন স্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত তথা বিশ্বের প্রথম ‘ন্যানো ইউরিয়া (লিকুইড) প্লান্ট’ এর উদ্বোধন করেছেন ?
বারাণসী, উত্তর প্রদেশ
তিরুবনন্তপুরম, কেরালা
গান্ধীনগর, গুজরাট
দেরাদুন, উত্তরাখণ্ড
উত্তর দেখুন
গান্ধীনগর, গুজরাট
ইউরিয়া (CH₄N₂O) একটি জৈব যৌগ যা সার হিসাবে কৃষিক্ষেত্রে বহুল ব্যবহৃত হয়। ধান বা বিভিন্ন ফসল চাষ করার সময় কৃষি ক্ষেত্রে নাইট্রোজেন – এর প্রধান উৎস রূপে ইউরিয়া সার ব্যবহার করা হয়।
Indian Farm Forestry Development Cooperative বা সংক্ষেপে IIFCO নামক সংস্থা এই প্রযুক্তি তৈরি করে।
ন্যানো ইউরিয়া সাধারণভাবে ব্যবহৃত ইউরিয়ার বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে। ন্যানো ইউরিয়া ব্যবহারের ফলে ইউরিয়া উৎপাদক প্ল্যান্ট গুলিতে প্রচলিত ইউরিয়ার চাহিদা ৫০% কমানো সম্ভব হয়েছে।
কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ মে ২০২২ - প্রশ্ন ২:
প্রশ্ন – ২: UNCCD (United Nations Convention to Combat Desertification) – এর ১৫তম ‘Conference of Parties’ নিম্নলিখিত কোন স্থানে অনুষ্ঠিত হয়েছে?
প্রশ্ন – ৩:নিম্নলিখিত কোন সংস্থা দ্বারা ‘Operation Namkeen’ চালু করা হয়েছে?
Directorate of Revenue Intelligence
Central Bureau Of Investigations
Directorate of Public Relations
Directorate General of Defence Estates
উত্তর দেখুন
Directorate of Revenue Intelligence
কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ মে ২০২২ - প্রশ্ন ৪:
প্রশ্ন – ৪:সম্প্রতি সংবাদমাধ্যমে চর্চিত ‘Kanger Ghati National Park’ নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত?
পশ্চিমবঙ্গ
ছত্রিশগড়
আসাম
মিজোরাম
উত্তর দেখুন
তুর্কি
কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ মে ২০২২ - প্রশ্ন ৫:
প্রশ্ন – ৫:সম্প্রতি সংবাদমাধ্যমে চর্চিত ‘Kanger Ghati National Park’ নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত?
পশ্চিমবঙ্গ
ছত্রিশগড়
আসাম
মিজোরাম
উত্তর দেখুন
তুর্কি
ছত্রিশগড় রাজ্যে অবস্থিত Kanger Ghati National Park এ বসবাসকারী সম্প্রদায় / মানুষজন Community Forest Rights / CFR প্রয়োগের মাধ্যমে বনজ সম্পদের ব্যবহার / সংরক্ষণ এর সুযোগ পাবেন।
Kanger Ghati National Park হল ভারতের দ্বিতীয় জাতীয় উদ্যান যা এই আওতাভুক্ত হয়েছে। পূর্বে এই আওতাভুক্ত ছিল মাত্র একটি জাতীয় উদ্যান – উড়িষ্যার ‘সিমলিপাল জাতীয় উদ্যান’।
কারেন্ট অ্যাফেয়ার্স – এর এই সিরিজে প্রতিনিয়ত দেশ-বিদেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সংক্রান্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে।
UPSC, SSC, CGL প্রভৃতি চাকরির পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান / জিকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই সাধারণ জ্ঞান এর একটা বিরাট অংশ জুড়ে থাকে দেশ-বিদেশের নিত্যনতুন ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা থেকে বিভিন্ন প্রশ্ন উত্তর যাকে কারেন্ট অ্যাফেয়ার্স – ও বলা হয়ে থাকে। তাই, চাকরির পরীক্ষার পরীক্ষার্থীদের দৃষ্টিকোণ থেকে ২৯ শে মে – এর এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি খুবই গুরুত্বপূর্ণ।
আজ, অর্থাৎ ২৯ শে মে এর কারেন্ট অ্যাফেয়ার্স – এ প্রাথমিকভাবে ৫ টি প্রশ্ন এবং তার উত্তর দেওয়া হল।