কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ মে ২০২২

কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ মে ২০২২ | 30 May 2022 Current Affairs in Bengali – Most Important Questions

কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ মে ২০২২

কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ মে ২০২২ - প্রশ্ন ১:

প্রশ্ন – ১: Border Road Organisation বা সংক্ষেপে BRO সম্প্রতি ‘Nechiphu Tunnel’ নির্মাণের জন্য প্রয়োজনীয় শেষ বিস্ফোরণ ঘটিয়েছে। এই ‘Nechiphu Tunnel’ নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত ?

  1. মিজোরাম
  2. হিমাচল প্রদেশ
  3. চন্ডীগড়
  4. অরুণাচল প্রদেশ
উত্তর দেখুনঅরুণাচল প্রদেশ

‘Border Road Organisation’ ভারতের সশস্ত্র বাহিনীর অধীন একটি সংগঠন যারা মূলত সেনাবাহিনীর কাজের জন্য সীমান্ত এলাকায় রাস্তাঘাট নির্মাণ, তা পর্যবেক্ষণ ও সংরক্ষণ করা এইসব কাজের সঙ্গে যুক্ত। সম্প্রতি এই সংস্থা Nechiphu Tunnel নির্মাণের জন্য প্রয়োজনীয় বিস্ফোরণ গুলির মধ্যে শেষ বিস্ফোরণ ঘটিয়েছে। Border Road Organisation এর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট রাজিব চৌধুরি (Rajeev Chaudhry) গত শুক্রবার (২০ ই মে ২০২২) তারিখে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই শেষ বিস্ফোরণটি ঘটান।

Nechiphu Tunnel সম্বন্ধে :

Nechiphu Tunnel অরুণাচল প্রদেশের ‘পশ্চিম কামেং’ (West Kameng) জেলার Balipara-Charduar-Tawang নামক রাস্তার উপর অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার ৭০০ ফুট উঁচু এবং দৈর্ঘ্যে প্রায় ৫০০ মিটার লম্বা।

কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ মে ২০২২ - প্রশ্ন ২:

প্রশ্ন – ২: নিম্নলিখিত কোন মেট্রোপলিটন শহর জীববৈচিত্র্য সম্পর্কে এক দীর্ঘ নথি প্রস্তুত করেছে?

  1. কলকাতা
  2. ব্যাঙ্গালোর
  3. দিল্লি
  4. চেন্নাই

 

উত্তর দেখুন

কলকাতা

কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ মে ২০২২ - প্রশ্ন ৩:

প্রশ্ন – ৪: নিম্নলিখিত কোন রাজ্যে সম্প্রতি ‘এশিয়ান নদনদী সম্মেলন ২০২২’ (Asian River Conclave 2022) এর সূচনা করা হয়েছে?

  1. প্রয়াগরাজ, উত্তর প্রদেশ
  2. ইটানগর, অরূণাচল প্রদেশ
  3. গুয়াহাটি, আসাম
  4. ভুবনেশ্বর, উড়িষ্যা
উত্তর দেখুন

গুয়াহাটি, আসাম

মূলত বঙ্গোপসাগরে পতিত নদী (যেমন – গঙ্গা, ব্রহ্মপুত্র) সম্বন্ধে আলোচনা করার জন্য অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলন হল এশিয়ান নদনদী সম্মেলন বা Asian River Conclave। এবছর এই সম্মেলনের তৃতীয় পর্ব অনুষ্ঠিত হল আসামের গুয়াহাটিতে। দুই দিনব্যাপী এই সম্মেলন ২৮ এবং ২৯ শে মে পর্যন্ত চলবে।

কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ মে ২০২২ - প্রশ্ন ৪:

প্রশ্ন – ৪: নিম্নে উল্লেখিত কোন ব্যক্তি কে International Boxing Association বা IBA এ Athletes committee এর Board Of Directors এর ভোটিং মেম্বার ও চেয়ার পার্সন হিসাবে নির্বাচিত করা হয়েছে?

  1. Mary Mon
  2. Vikash Krishan
  3. Akhil Kumar
  4. Lovlina Borgohain
উত্তর দেখুন

Lovlina Borgohain

Lovlina Borgohain একজন ভারতীয় বক্সার যিনি ১৯৯৭ সালের ২ রা অক্টোবর আসামের গোলাঘাট জেলায় জন্মগ্রহণ করেন। ২০২০ টোকিও অলিম্পিকে সাফল্যের জন্য তিনি রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার পান।

কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ মে ২০২২ - প্রশ্ন ৫:

প্রশ্ন – ৪: পরম যোধ্যা স্থল (Param Yodhya Sthal) নিম্নলিখিত কোন স্থানে অবস্থিত?

  1. নতুন দিল্লি
  2. দিসপুর
  3. বিজয়নগর
  4. এলাহাবাদ
উত্তর দেখুন নতুন দিল্লি

কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা শুধুমাত্র প্রথাগত পরীক্ষার জন্যই নয়, বরং আমাদের প্রত্যাহিক জীবনেও বেশ গুরুত্বপূর্ণ।

এই ওয়েবসাইটে প্রকাশিত কারেন্ট অ্যাফেয়ার্স– এর এই সিরিজে প্রতিনিয়ত দেশ-বিদেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সংক্রান্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে।

UPSC, SSC, CGL প্রভৃতি চাকরির পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান / জিকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই সাধারণ জ্ঞান এর একটা বিরাট অংশ জুড়ে থাকে দেশ-বিদেশের নিত্যনতুন ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা থেকে বিভিন্ন প্রশ্ন উত্তর যাকে কারেন্ট অ্যাফেয়ার্স – ও বলা হয়ে থাকে। তাই, চাকরির পরীক্ষার পরীক্ষার্থীদের দৃষ্টিকোণ থেকে ৩০ শে মে – এর এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি খুবই গুরুত্বপূর্ণ।

আজ, অর্থাৎ ৩০ শে মে এর কারেন্ট অ্যাফেয়ার্স – এ ৫ টি প্রশ্ন এবং তার উত্তর দেওয়া হল। শুধু তাই নয়, প্রশ্ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যও প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া হল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *