ভারতের চারটি পরিবেশ আন্দোলনের নাম | ভারতে সংঘটির পরিবেশ আন্দোলন

আমাদের দেশ ভারতে প্রকৃতিকে মা রূপে পূজা করা হয়।

বিভিন্ন সময়ে যখনই অন্যায় ভাবে গাছ এবং বনাঞ্চল ধ্বংসের অপচেষ্টা করা হয়েছে, তখনই বহু মানুষ এর বিরুদ্ধে রুখে দাড়িয়েছেন। অনেক বির মানুষেরা নিজের জীবন দিয়ে গাছ এবং বনকে রক্ষা করেছেন।

ভারতের চারটি পরিবেশ আন্দোলনের নাম নিচে দেওয়া হল –

১. চিপকো আন্দোলন

একনজরে-
আন্দোলনের নাম – চিপকো আন্দোলন
মূল নেতৃত্ব – সুন্দরলাল বহুগুণা
সাল – ১৯৭৩

চিপকো আন্দোলন ১৯৭৩ সালে উত্তরাখণ্ডের হিমালয় অঞ্চলের সংগঠিত হয়। এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন সুন্দরলাল বহুগুণা। এছাড়াও এই আন্দোলনে আদিবাসী মহিলাদের উপস্থিতিও ছিল গুরুত্বপূর্ণ। মূলত তারাই সামনের সারি থেকে এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।

চিপকো একটি হিন্দি শব্দ – যার অর্থ জড়িয়ে ধরা।

২. নর্মদা বাঁচাও আন্দোলন:

একনজরে-
আন্দোলনের নাম – নর্মদা বাঁচাও আন্দোলন
মূল নেতৃত্ব – মেধা পাটেকর
সাল – ১৯৭৯

ভারতের চারটি পরিবেশ আন্দোলনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আন্দোলন নর্মদা বাঁচাও আন্দোলন নর্মদা নদীকে কেন্দ্র করে সংঘটিত হয়েছিল। নর্মদা নদীর উপর বাঁধ সৃষ্টি এই আন্দোলনের কারণ ছিল। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মেধা পাটেকর। ১৯৭৯ সাল নাগাদ এই আন্দোলনটি সংঘটিত হয়। গুজরাট এবং মধ্যপ্রদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *