প্রত্যয় কাকে বলে

প্রত্যয় কাকে বলে | প্রত্যয় ও বিভক্তির পার্থক্য | ধাতু প্রত্যয় ও শব্দ প্রত্যয়

প্রত্যয় কাকে বলে? প্রত্যয় – সংজ্ঞা

শব্দ প্রকৃতি ও ধাতু প্রকৃতির উত্তর (পরে) যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করে নতুন শব্দ সৃষ্টি করা হয় সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে প্রত্যয় বলে।

অন্য কথায় প্রত্যয় হল নতুন নতুন শব্দ গঠনের বিজ্ঞানসম্মত কৌশল।

প্রত্যয় কথার অর্থ কি?

প্রত্যয় কথার অর্থ হল বিশ্বাস।

প্রত্যয় এক বর্ণ দ্বারাও তৈরি হতে পারে আবার বহু বর্ণ সংযোগেও তৈরি হতে পারে।

এক বর্ণের প্রত্যয় এর উদাহরণ হল – অ, আ, ই, ই ইত্যাদি এবং বহু বর্ণের প্রত্যয় এর উদাহরণ হল ক্তি, অন্ত ইত্যাদি।

প্রত্যয় কে দুই ভাগে ভাগ করা যায়

  • কৃৎ প্রত্যয় বা ধাতু প্রত্যয়।
  • তদ্ধিত প্রত্যয় বা শব্দ প্রত্যয়।

প্রত্যয় কাকে বলে

ধাতু প্রত্যয় কাকে বলে ? কৃৎ প্রত্যয় কাকে বলে?

ধাতুর উত্তর (পরে) যে প্রত্যয় যোগ করে নতুন শব্দ সৃষ্টি করা হয় তাকে কৃৎ প্রত্যয় বা ধাতু প্রত্যয় বলে।

ধাতু প্রত্যয় এর উদাহরণ :

√গম্ + ক্তি – গতি।

উপরিক্ত উদাহরণে ক্তি হল ধাতু প্রত্যয় বা কৃৎ প্রত্যয়।

শব্দ প্রত্যয় কাকে বলে ? তদ্ধিত প্রত্যয় কাকে বলে?

শব্দের উত্তর (পরে) যে প্রত্যয় যোগ করে নতুন শব্দ সৃষ্টি করা হয় তাকে কৃৎ প্রত্যয় বা ধাতু প্রত্যয় বলে।

শব্দ প্রত্যয় এর উদাহরণ :

যেমন :

দোকান + দার = দোকানদার

উপরিক্ত উদাহরণে ‘দার’ হল শব্দ প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয়।

প্রত্যয় ও বিভক্তির পার্থক্য

প্রত্যয় ও বিভক্তির পার্থক্য:

প্রত্যয় এবং বিভক্তি সকলেই শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়, তবুও প্রত্যয় এবং বিভক্তি এর কাজ এর মধ্যে পার্থক্য বিস্তর।

নিচে প্রত্যয় এবং বিভক্তি এর পার্থক্য আলোচনা করা হল-

প্রত্যয়

বিভক্তি

প্রত্যয় শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে নতুন শব্দ বা ক্রিয়াপদ গঠন করে।

বিভক্তি শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে সেগুলিকে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে।

শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হওয়ার সময় প্রত্যয়ের কিছুটা অংশ উহ্য থাকতে পারে।

শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হওয়ার সময় বিভক্তির কোন অংশ লুপ্ত হয় না।

শব্দ বা ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে নতুন সপ্ত বা ক্রিয়াপদ গঠন করতে পারে।

বিভক্তি কোন নতুন শব্দ বা ক্রিয়াপদ গঠন করতে পারে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *