Program হল কম্পিউটারের জন্য বিশেষ বিশেষ সাংকেতিক শব্দের সাহাযে লেখা Instruction, যার মাধ্যমে কম্পিউটারকে দিয়ে নির্দিষ্ট কাজ করানো হয়। প্রোগ্রামিং জানা মানে কম্পিউটারকে নিজের মতো পরিচালিত করতে পারা।

Python বর্তমানে পৃথিবীর অন্যতম বহুল ব্যবহৃত Programming Language। Python বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। AI, Data Science, Machine Learning এর মত ক্ষেত্রগুলোতে Python এর জুড়ি মেলা ভার।

Python:

JS বা JavaScript ইন্টারনেটের দুনিয়ায় (Front End) ব্যবহৃত সবথেকে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইন্টারনেটে আমরা যে সমস্ত কাজ করে থাকি তার 98% সম্পন্ন হয়ে থাকে JavaScript এর মাধ্যমে।

JavaScript:

Java হল একটি প্রকৃত Object Oriented Programming Language. Android Apps বানাতে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়। বর্তমান পৃথিবীতে ৩০০ কোটির বেশি ডিভাইসে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চলে।

Java:

আপনি যদি iPhone এর জন্য অ্যাপস বানাতে চান তাহলে আপনি শিখতে পারেন Swift Language।  এটি অ্যাপেল স্বীকৃত একমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা iOS Depelopement এর জন্য ব্যবহার করা যায়।

Swift: