উইকিপিডিয়া থেকে পাওয়া তথ্য অনুযায়ী পৃথিবীর সব থেকে দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আছে সিঙ্গাপুরে। Ookla এর মতে এখানকার গড় ডাউনলোড স্পিড প্রতি সেকেন্ডে 245 mbit
দ্বিতীয় : দ. কোরিয়া
পৃথিবীর সব থেকে দ্রুতগতির ইন্টারনেট এর এই তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে দক্ষিণ কোরিয়া। Ookla এর এর মতে এখানকার গড় ডাউনলোড স্পিড প্রতি সেকেন্ডে প্রায় 241 mbit
তৃতীয় : হং-কং
দক্ষিণ কোরিয়ার ঠিক পরেই ডাউনলোড স্পিডের সামান্য ব্যবধানে অবস্থান করছে হং-কং। এখানে গড ডাউনলোড স্পিড দক্ষিণ কোরিয়ার থেকে মাত্র 1 mbit কমে প্রায় 240 mbit
চতুর্থ : মনেকো
পৃথিবীর চতুর্থ দ্রুততম গড়ে ডাউনলোডিং স্পিড দেখা গেছে পশ্চিম ইউরোপের দেশ মনেকো-তে। Ookla এর তথ্য অনুযায়ী এখানকার গড় ডাউনলোড স্পিড 220 mbit পারি সেকেন্ডে
পঞ্চম : রোমানিয়া
এই তালিকার একেবারে শেষে অবস্থান করছে রোমানিয়া জেটি গড় ডাউনলোডিং স্পিডে এর হিসাবে পৃথিবীতে পঞ্চম স্থান অধিকার করছে। দক্ষিণপূর্ব ইউরোপের এই দেশের গড় ডাউনলোড স্পিড 214 mbit / সেকেন্ড
এরকম আরও নতুন নতুন তথ্য জানতে, নিয়মিত কারেন্ট অ্যাফেরার্স পেতে চোখ রাখুন -
এরকম আরও নতুন নতুন তথ্য জানতে, নিয়মিত কারেন্ট অ্যাফেরার্সপেতে চোখ রাখুন -