গতকাল অর্থাৎ ৩রা নভেম্বর উদ্বোধন হল পশ্চিমবঙ্গ সরকারের স্বামী বিবেকানন্দ মিনস কাম মেরিট স্কলারশিপ পোর্টাল-এর।

জেনে নিন - স্কলারশিপ সংক্রান্ত বিভিন্ন তথ্য - আবেদন এর নিয়ম, কারা আবেদন করতে পারবেন, কত দিন পর্যন্ত আবেদন গ্রহণ চলবে, স্কলারশিপ  এর অর্থমূল্য ইত্যাদি।

কারা আবেদন করতে পারবেন:

ক্লাস ১১, ১২ এবং স্নাতক ও স্নাতকোত্তীর্ণ এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন।

স্কলারশিপ সংক্রান্ত বিস্তারিত তথ্য (যেমন - কিভাবে, কোথায় আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে) ইত্যাদি জানতে

কোথা থেকে আবেদন করবেন?

https://svmcm.wbhed.gov.in/ - এই website এ গিয়ে আপনি এই স্কলারশিপ  এর জন্য আবেদন করতে পারবেন।

আবেদন এর যোগ্যতা:

১১ / ১২ এর যেসব ছাত্র ছাত্রীরা মধ্যশিক্ষা পর্ষদ বা কাউন্সিলের অধীনে পাঠরত এবং কমপক্ষে ৬০% নম্বর পেয়েছে, তারা এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবে।

যোগ্যতার নিয়মাবলী:

স্কলারশিপ পোর্টালের নিয়মানুযায়ী আবেদনকারী ছাত্র/ছাত্রীর পারিবারিক বাৎসরিক ইনকাম অবশ্যই ২.৫০ লাখ এর কম হতে হবে

বৃত্তির পরিমাণ:

১১/১২ এ পাঠরত ছাত্র-ছাত্রীরা প্রতি মাসে ₹১০০০ টাকা করে পাবে। স্নাতকোত্তীর্ণ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই অঙ্ক ₹২০০০