আজকের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এর মধ্য দিয়ে শেষ হল এ বছরের মত চন্দ্রগ্রহণের পর্ব। আসুন দেখে নেওয়া যাক এই গ্রহণের সবথেকে সেরা ছবিগুলি - তার সঙ্গে জেনে নেওয়া যাক গ্রহণ সম্পর্কিত সেরা তথ্যগুলি।

চন্দ্রগ্রহণ পূর্ণিমা তিথিতে ঘটে। চন্দ্র সূর্য এবং পৃথিবী একটি বিশেষ অবস্থানে আসলে চন্দ্রগ্রহণ দেখা যায় - মহাজাগতিক বস্তুদের অবস্থান অনুসারে চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস / খন্ডগ্রাস / বলয়গ্রাস হতে পারে।

অস্ট্রেলিয়াতে গ্রহণের ছবি

প্রায় সারা ভারত জুড়ে এবছরের চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল। তবে ভারতের পূর্বাবস্থিত রাজ্যগুলিতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা গেলেও পশ্চিমাবস্থিত রাজ্যগুলিতে দেখা গিয়েছিল খন্ডগ্রাস চন্দ্রগ্রহণ।

মূল গ্রহণ পর্ব প্রায় ১ ঘণ্টা ২৪ মিনিট ধরে চলেছিল, যা শুরু হয়েছিল ৩.৪৬ মিনিটে। গ্রহণ শুরু হয়েছিল ২.৩৯ এ।

বিহারে গ্রহণের ছবি

আরিজোনাতে গ্রহণের প্রাক-মূহুর্তের ছবি

এর পরের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে গেলে আবার অপেক্ষা করতে হবে প্রায় ৩ বছর। ৩ বছর পর ২০২৫ এর মার্চের ১৪ তারিখে দেখা আবারও যাবে এই মহাজগতিক দৃশ্য।

আরিজোনাতে গ্রহণের ছবি

শুধুমাত্র ভারতেই নয়, বিদেশেও বেশ কয়েকটি দেশে দেখা গিয়েছিল এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বিশেষ করে ওশিয়ানিয়া মহাদেশে ভালো দেখা গিয়েছিল এই চন্দ্রগ্রহণ।

হায়দ্রাবাদে গ্রহণের ছবি

প্রথা অনুসারে গ্রহণ সমাপ্ত হওয়ার পর দেহ এবং মনকে পরিশুদ্ধ করার জন্য পূণ্যস্নান করা হয়। এবছরের চন্দ্রগ্রহণ সমাপ্ত হবার পর বারাণসীতেও সেই একই ছবি দেখা গেছে।

চন্দ্রগ্রহণের সময় চাঁদ Rayleigh Scattering (র‍্যালের বিক্ষেপণ) নামক এক বিশেষ প্রক্রিয়ার জন্য বেশি লাল দেখায়

এই একই কারণে এর জন্য আকাশ এবং সমুদ্র কে নীল দেখায়।