পশ্চিমবঙ্গ সরকার এর পক্ষ থেকে সকলকে দেওয়া হল ১০ হাজার টাকা।

কারা পাবেন? কিভাবে পাবেন? জানতে পড়তে থাকুন।

পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত বিভিন্ন প্রকল্পগুলির মধ্যে অন্যতম বিখ্যাত প্রকল্প হল তরুনের স্বপ্ন

আজ ১৪ ই নভেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজী ইন্দোর থেকে এ বছরের জন্য এই প্রকল্পের উদ্বোধন করলেন।

বিদ্যালয় শিক্ষা দপ্তর এর হিসাব অনুযায়ী প্রায় ৮ লক্ষ্যের বেশি উচ্চ-মাধ্যমিক শিক্ষার্থী উপকৃত হবেন এই প্রকল্পের মাধ্যমে।

এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীরা তাদের ব্যাংক একাউন্টে ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে পাবে।

আজ এবং কাল তরুণের স্বপ্ন প্রকল্পের অর্থ শিক্ষার্থীদের ব্যাংক একাউন্টে পৌঁছে যাবে - এমনই ঘোষণা রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

স্বাভাবিকভাবেই এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন দুঃস্থ-মেধাবী ছাত্রছাত্রীরা। তবে এই প্রকল্প নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন সমালোচনাও শোনা গেছে।

বর্তমানে শিক্ষা গ্রহণ মাধ্যম অনলাইন থেকে অফলাইনে ফিরে আসলেও কেন অনলাইনে পড়াশোনা করার জন্য ট্যাপ দেওয়া হচ্ছে - তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।