ইতিহাস গড়ল ইসরো। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ঈশ্বর মুকুট এ যোগ হল আরো এক নতুন পালক।

কিভাবে তৈরি হল এই ইতিহাস? জানতে পড়তে থাকুন -

আজ ১১.৩০ নাগাদ Skyroot Aerospace নামক এক বেসরকারি মহাকাশ প্রযুক্তি সংস্থার প্রথম রকেট লঞ্চ করল ISRO যার নাম Vikram-S

ISRO এর ইতিহাসে এই প্রথম তারা কোনো বেসরকারি সংস্থার রকেট মহাশূন্যে পাঠাল এবং শুধু ISRO নয়, এই ঘটনা সারা দেশের কাছে প্রথম।

Skyroot Aerospace নামক সংস্থা দ্বারা নির্মিত বিক্রম এস রকেটটি আজ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হল।

রকেটের সকল উৎক্ষেপনের পরে ইসরোর পক্ষ থেকে Skyroot Aerospace এবং ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করা হয়।

টুইটে এও জানান হয় যে বিক্রম-এস রকেটটি প্রায় ৯০ কিলোমিটার উচ্চতায় পৌছে গেছে এবং এর সফল উৎক্ষেপণ এর যাবতীয় শর্ত পূর্ণ হয়েছে।

Skyroot Aerospace এবং ISRO এর এই যৌথ মিশনের নাম দেওয়া হয়েছিল মিশন প্রারম্ভ, রকেট তৈরির কাজ শুরু হয়েছিল ২০২০ সাল থেকে।

এই রকেটের বাইরে সম্পূর্ণ কার্বন ফাইবার নির্মিত কাঠামো রয়েছে। রকেটটি ৬ মিটার দীর্ঘ এবং এটি প্রায় ৫৫০ কিলো ওজনের।