নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিলেন সি ভি আনন্দ বসু। তাঁর পদবী বোস নিয়ে অনেকেরই আগ্রহ - কিন্তু কেন তার পদবী বোস - জানেন কি?

চলুন জেনে নেওয়া যাক তার সম্পর্কে বিভিন্ন তথ্য

প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় দেশের উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নেওয়ার প্রায় পাঁচ মাস পর বাংলা পেল নিজের স্থায়ী রাজ্যপালকে।

তিনি কেরালায় কেই কলেজ, এসবি কলেজের ছাত্র ছিলেন। বি. আই. টি. এস. পিলানি-র ও ছাত্র ছিলেন তিনি। সেখান থেকে পিএইচডি করেন তিনি।

পেশাগত দিক থেকে তিনি একজন প্রাক্তন আইএএস অফিসার। তার এক সাক্ষাৎকারে তিনি ভারতীয় স্টেট ব্যাংকে কাজ করার অভিজ্ঞতারও বর্ণনা দিয়েছেন।

Fill in some text

কিন্তু কেন তাঁর পদবী বোস?

রাজ্যপালের কথায়, তাঁর বাবা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর একনিষ্ঠ ভক্ত

নেতাজি সুভাষ চন্দ্র বসুর সঙ্গে মিলিয়ে নাম রাখার জন্য তাঁর পিতা তার সব ভাই-বোনদের নামের শেষে 'বোস' যুক্ত করেছিলেন।

মোহন বোস, আনন্দ বোস, সুন্দর বোস, কমলা বোস, ইন্দিরা বোস, সুকুমার বোস - তাঁর সকল ভাই-বোনই বোস নামে নামাঙ্কিত হয়েছেন।

প্রসঙ্গক্রমে রাজ্যপাল জানিয়েছেন, তার সঙ্গে বাংলার সম্পর্ক পুরনো। একজন ব্যাংকার হিসাবে তার কর্মজীবন শুরু হয় এই বাংলা থেকে। শ্যামবাজার, চৌরঙ্গী, রাসবিহার এভিনিউ এইসব জায়গাতে তিনি কাজ করেছেন।