আদর্শ গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য বিষয়

আদর্শ গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য বিষয় :

আদর্শ গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য বিষয় গুলি হল –

গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য বিষয়

১. প্রতিটি গ্যাসই বহু সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র অণুর সমন্বয়ে তৈরি। একই গ্যাসের অণুগুলির একই রকম ভিন্ন গ্যাসের অণু গুলি আলাদা আলাদা।

[উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা: অক্সিজেন গ্যাসের প্রত্যেকটি অণুর ভর এবং আকার একই। একইভাবে কার্বন-ডাইঅক্সাইড গ্যাসের প্রত্যেকটি অণুর ভর এবং আকার একই।
কিন্তু, অক্সিজেন এবং কার্ব-ডাইঅক্সাইডের অণুর মধ্যে ভর বা আকারের কোনো সাদৃশ্য নেই]

২. গ্যাসের অণুগুলির আয়তন পাত্রের তুলনায় নগণ্য অর্থাৎ গ্যাসের অণুগুলি বিন্দু ভর। এজন্য গ্যাসের আয়তন পরিমাপের সময় গ্যাসের অনুগুলির আয়তন কে নগণ্য বলে ধরা যেতে পারে।

কারণ : আদর্শ গ্যাসের গতীয় তথ্য অনুযায়ী গ্যাসের অনুগুলির আয়তন গ্যাসের পাত্রের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়, এর কারণ –

গ্যাসের অণুগুলি একে অপরের থেকে অনেক দূরত্বে অবস্থান করে, এজন্য গ্যাসের সকল অণুর মিলিত আয়তন গ্যাসের মোট আয়তনের তুলনায় নগণ্য।

৩. গ্যাসের অণুগুলি স্থির নয়, এরা ক্রমাগত গতিশীল। এই অণুগুলি ক্রমাগত একে অপরের সঙ্গে এবং পাত্রের দেওয়ালের সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করে। যেহেতু এরা ক্রমাগত নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালের সঙ্গে ধাক্কা খেতে থাকে তাই এদের গতি সম্পূর্ণ বিশৃঙ্খল হয়।।
যতক্ষণ না পর্যন্ত অণুগুলি কোনো সংঘর্ষ সৃষ্টি করছে ততক্ষণ এরা সম দ্রুতিতে গতিশীল থাকে।

৪. গ্যাসের অনুগুলির মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটে। অর্থাৎ, কোনো একটি সংঘর্ষের পূর্বের এবং পরের মোট রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকে। সংঘর্ষের পূর্বে এবং পরে গ্যাস অণুগুলির মোট গতিশক্তি ও অপরিবর্তিত থাকে।

৫. গ্যাসের অণুগুলির মধ্যেকার দূরত্ব এতটাই বেশি হয় যে তাদের মধ্যে কোনোপ্রকার আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না।

৬. গ্যাসের অণুগুলির বেগের মান শূন্য থেকে অসীম পর্যন্ত হতে পারে।

৭. বাহ্যিক শর্ত যেমন উষ্ণতা অপরিবর্তিত থাকলে কোনো পাত্রে আবদ্ধ গ্যাসের যে কোন অংশে যেকোনো একক আয়তনে গ্যাসের মোট অনুর সংখ্যা অপরিবর্তিত থাকে।

৮. যেহেতু গ্যাসের অণুগুলির ভিন্ন ভিন্ন বেগ থাকে, তাই এদের গতিশক্তিও ভিন্ন ভিন্ন হয় (কারণ গতিশক্তি = (mv^2)/2)।

গ্যাস অণুগুলির গড় গতিশক্তি তাদের তাপমাত্রার উপর নির্ভর করে এবং তা পরম উষ্ণতার সমানুপাতিক।

৯. ধরে নেওয়া হয়, গ্যাসের অণুগুলির ওপর অভিকর্ষের প্রভাব নগণ্য।

এগুলিই হল গতীয় তত্ত্বের স্বীকার্য বিষয়সমূহ (Postulates of Kinetic Theory of Gases).

বিষয় সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন: (FAQ)

  • কোন কোন বিজ্ঞানী গ্যাসের গতীয় তত্ত্ব আবিষ্কার করেছিলেন?

    ব্রিটিশ বিজ্ঞানী ম্যাক্সওয়েল এবং অস্ট্রিয়াবাসী বিখ্যাত পদার্থবিদ বোল্যজম্যান গ্যাসের গতীয় তত্ত্ব আবিষ্কার করেছিলেন।

  • গ্যাসের গতীয় তত্ত্ব - এর মূল স্বীকার্য কয়টি?

    গ্যাসের গতীয় তত্ত্ব - এর মূল স্বীকার্য ৫ টি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *