আজ তোমাদের একটি জবর খেলা দেখাব – কে বলেছিলেন? প্রসঙ্গ উল্লেখ কর।

আজ তোমাদের একটি জবর খেলা দেখাব – কে বলেছিলেন? প্রসঙ্গ উল্লেখ কর।

আজ তোমাদের একটি জবর খেলা দেখাব : যে বলেছিলেন

কথা সাহিত্যিক সুবোধ ঘোষ রচিত বহুরূপী নামক গল্প থেকে আলোচ্য উদ্ধৃতিটি নেওয়া হয়েছে।
প্রশ্নে উদ্ধৃত লাইনটি বলেছিলেন হরিদা।

আজ তোমাদের একটি জবর খেলা দেখাব - Thumbnail Image

আজ তোমাদের একটি জবর খেলা দেখাব : প্রসঙ্গ

সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের প্রধান চরিত্র হরিদা। হরিদা একজন বহুরূপী – বিভিন্ন রূপ ধারণ করে মানুষজনকে আনন্দ দিয়ে উপার্জন করেন হরিদা। কিন্তু, সেই উপার্জনের অঙ্ক খুব সামান্য। এতটাই সামান্য যে কোন কোন দিন হরিদার খাওয়াই জোটে না।

আরও পড়ুন – জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্র বিশ্লেষণ করো

একদিন হরিদার সঙ্গী-সাথীরা তাকে খবর দেয় যে জগদীশবাবু নামে পাড়ার এক ধনী মানুষের বাড়িতে হিমালয় থেকে একজন সন্ন্যাসী এসেছেন। সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়ার প্রসঙ্গ উঠলে তারা জানায় যে সন্ন্যাসীর পদধূলি পাওয়া এক দুর্লভ ব্যাপার এবং সেই প্রসঙ্গে জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পদধূলি পেলেন সে বিষয়ও আলোকপাত করে তারা।
সব শুনে হরিদার বিষয়টিকে ‘মজার ব্যাপার’ বলে মনে হয়। সন্ন্যাসী সম্পর্কে আরো কিছু তথ্য হরিদার সঙ্গী-সাথীরা হরিদাকে জানালে হরিদা সব কিছু শুনে গম্ভীর হয়ে যান। বেশ কিছুক্ষণ গম্ভীর থাকেন হরিদা – তার বন্ধুরা বুঝে উঠতে পারে না কেন হরিদা গম্ভীর হয়ে গেলেন।

তাদের ধারণা হয় যে হরিদার মনে কোন একটা ‘মতলব ছটফট’ করছে। সেই ধারণাকে সত্যি করে দেয় হরিদার পরের কথা, তিনি বলেন –

আজ তোমাদের একটা জবর খেলা দেখাব

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *