রোধের দুই ধরণের সমবায় দেখা যায়।
- ১। শ্রেণি সমবায়
- ২। সমান্তরাল সমবায়
নিচের পোষ্টে রোধের শ্রেণি সমবায় নিয়ে আলোচনা করা হয়েছে।
কতকগুলি রোধক যদি এমনভাবে যুক্ত থাকে যে, একটি রোধের শেষ প্রান্ত পরেরটির প্রথম প্রান্তের সঙ্গে যুক্ত হয়, যাতে প্রতিটি রোধের মধ্যে দিয়ে একই তড়িৎ প্রবাহমাত্রা প্রবাহিত হয়, তবে রোধের ওই সমবায়কে রোধের শ্রেণি সমবায় বলে।
গাণিতিক রাশিমালা
ধরা যাক, R1, R2, R3 তিনটি রোধ শ্রেণি সমবায়ে যুক্ত আছে।
এখন, ঐ রোধ সমবায়ের তুল্য রোধ Re ধরা হলে, লেখা যায়,
Re = R1 + R2 + R3
Re কথাটির মানে হল Equivalent Resistance (e – equivalent) [Equivalent = তুল্য]
n টি রোধের ক্ষেত্রে রোধের শ্রেণি সমবায়ের সূত্র
কোনো রোধ সমবায়ে n টি রোধ শ্রেণি সমবায়ে যুক্ত থাকলে, যদি তুল্য রোধ Re হয়, তবে লেখা যায়,
Re = R1 + R2 + R3 + ….. + Rn
রোধের শ্রেণি সমবায় এর বৈশিষ্ট্য
১। রোধের শ্রেণি সমবায় এর ক্ষেত্রে সমবায়ের প্রতিটি রোধের প্রবাহমাত্রা সমান হয় কিন্তু বিভবপ্রভেদ আলাদা আলাদা হয় ৷
২। রোধের শ্রেণি সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান সকল রোধের মানের যোগফলের সমান হয়। এজন্য এই সমবায়ে তুল্য রোধের মান যেকোনো রোধের তুলনায় বেশি হয়।
রোধের শ্রেণি সমবায়ের তুল্য রোধ কত?
রোধের শ্রেণি সমবায়ের তুল্য রোধ হল সকল রোধের যোগফল।
রোধের শ্রেণি সমবায়ের তুল্য রোধের বৈশিষ্ট্য কি?
রোধের শ্রেণি সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান যেকোনো রোধের তুলনায় বেশি হয়।