বাংলা গানের ধারায় লতা মঙ্গেশকর অবদান – উচ্চ মাধ্যামিক বাংলা

বাংলা গানের ধারায় লতা মঙ্গেশকর অবদান নিচে সংক্ষেপে বর্ণনা করা হল।

ভূমিকা

ভারতীয় উপমহাদেশের জনপ্রিয়তম কণ্ঠসঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর ১৯২৯ সালের ২৮ শে সেপ্টেম্বর তৎকালীন ব্রিটিশ শাসিত ভারতে ইন্দরে জন্মগ্রহণ করেন। তাকে ভারতের নাইটেঙ্গেল নামেও ডাকা হয়ে থাকে। তাঁর পিতার নাম ছিল দীননাথ মঙ্গেশকর। মঙ্গেশকর ছিলেন একজন ধ্রুপদী শিল্পী এবং নাট্যাভিনেতা। তাঁর মায়ের নাম ছিল সেবন্তী মঙ্গেশকর। বিখ্যাত সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে ছিলেন তাঁর বোন। এছাড়াও তাঁর অন্যান্য ভাইবোনদের মধ্যে ছিলেন উষা মঙ্গেশকর, মিনা মঙ্গেশকর এবং হৃদয়নাথ মঙ্গেশকর।

বাংলা গানের ইতিহাসে লতা মঙ্গেশকর অবদান

সঙ্গীত জীবন

লতা মঙ্গেশকর ১৯৪২ সালে তাঁর সংগীত জীবন শুরু করেন গুলাম হায়দারের হাত ধরে। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দেশের এবং দেশের বাইরেও বিভিন্ন গণ্যমান্য সংগীত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন লতা মঙ্গেশকর। কাজ করেছেন শচীন দেব বর্মন রাহুল দেব বর্মন, হেমন্ত মুখোপাধ্যায়, শঙ্কর-জয়কিষান, লক্ষীকান্ত-পেয়ারেলাল প্রমূখদের সঙ্গে।

লতা মঙ্গেশকর মূলত প্লে ব্যাক (নেপথ্য) কণ্ঠশিল্পী হিসাবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করলেও তিনি বহু বেসিক রেকর্ড এর গান রেকর্ড করেছেন।

আরও পড়ুন – বাংলা গানের ধারায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবদান

বাংলা গানের জগতে লতা মঙ্গেশকরের অবদান নিচে বর্ণনা করা হল –

বাংলা গানের ধারায় লতা মঙ্গেশকর

বাংলা গানের জগতে লতা মঙ্গেশকরের আবির্ভাব ঘটে কিংবদন্তি সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের হাতে ধরে। অনুরোধেই হেমন্ত মুখোপাধ্যায় তাকে বাংলায় নিয়ে আসেন। প্রথম গান সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে ‘আকাশ প্রদীপ জ্বলে‘। এরপর হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে বেশ কয়েকটি রবীন্দ্র সংগীত রেকর্ড করেন লতা মঙ্গেশকর। এর থেকেই শুরু হয় বাংলা সংগীত জগতে হেমন্ত-লতা জুটির। হেমন্ত মুখোপাধ্যায় ছাড়াও মান্না দের সঙ্গেও বেশ কিছু গান গেয়েছেন লতা মঙ্গেশকর।

সঙ্গীত পরিচালক সুনীল চৌধুরীর সুরে লতা মঙ্গেশকর যে কটি গান রেকর্ড করেন তার প্রত্যেকটি সীমাহীন জনপ্রিয়তা লাভ করে শ্রোতাদের মধ্যে।

উল্লেখযোগ্য গান:

লতা মঙ্গেশকর বাংলা ভাষায় প্রায় ২০০টির মতো গান রেকর্ড করেছিলেন। বাংলা ভাষাতে গাওয়া তাঁর কয়েকটি উল্লেখযোগ্য গান হল –

লতা মঙ্গেশকর – এর উল্লেখযোগ্য বাংলা গান

  • প্রেম একবারই এসেছিল নীরবে
  • চঞ্চল মন আনমনা হয়
  • আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের
  • নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা
  • মঙ্গল দ্বীপ জ্বেলে
  • যা রে, উড়ে যারে পাখি ইত্যাদি।

লতা মঙ্গেশকর – এর উল্লেখযোগ্য হিন্দি গান

তাঁর গাওয়া হিন্দি গান গুলির মধ্যে উল্লেখযোগ্য –

  • বন্দে মাতরম
  • অ্যায় মেরে ওতান কে লোগো
  • সত্যম শিবম সুন্দরম

পুরস্কার ও সম্মান

দীর্ঘ জীবনের বহু পুরস্কার পেয়েছেন লতা মঙ্গেশকর। পেয়েছেন পদ্মভূষণ (১৯৬৯), দাদা সাহেব ফালকে পুরস্কার, পদ্মবিভূষণ। ২০০১ সালে ভারত সরকার তাকে ভারতরত্ন পুরস্কার ভূষিত করে। তিনি ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মান লিজিয়ান অফ অনার উপাধিতেও ভূষিত হন।

উপসংহার

লতা মঙ্গেশকর ২০২২ সালে ৯২ বছর বয়সে কোভিড রোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন।

শুরু নিট (NEET) 2023 এর রেজিস্ট্রেশন – জানুন প্রক্রিয়া, তারিখ ও তথ্য

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *