উত্তল দর্পণ কাকে বলে?
যে ধরণের দর্পণে উত্তল পৃষ্ঠ প্রতিফলক তল হিসাবে কাজ করে, সেই ধরণের দর্পণকে উত্তল দর্পণ বলা হয়ে থাকে।
উত্তল দর্পণের ব্যবহার
উত্তল দর্পণ নানা জায়গাতে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে, নিচে উত্তল দর্পণের কয়েকটি ব্যবহার উল্লেখ করা হল-
১। মোটর সাইকেল, বাস, লড়ি, অটো- ইত্যাদি বিভিন্ন প্রকার যানবাহনে রিয়ার ভিউ মিরর (Rear View Mirror) হিসাবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়।
আরও পড়ুন : আলোর বিচ্ছুরণ কাকে বলে
মোটর গাড়ির ভিউফাইন্ডরে কোন ধরণের দর্পণ ব্যবহার করা হয়?
মোটর গাড়ির ভিউফাইন্ডরে উত্তল দর্পণ ব্যবহার করা হয়।
মোটর গাড়ির ভিউফাইন্ডরে কেন উত্তল দর্পণ ব্যবহার করা হয়?
উত্তলের দর্পণের বৈশিষ্ট্য হল এই যে, এটি তার সামনে থাকা বস্তুর খর্ব প্রতিবিম্ব গঠন করে। অর্থাৎ উত্তল দর্পণের সামনে যে বস্তু থাকে, উত্তল দর্পণে গঠিত প্রতিবিম্বের আকার সেই বস্তুর প্রকৃত আকারের থেকে ছোটো হয়। তাই, মোটর গাড়ির ভিউফাইন্ডরে উত্তল দর্পণ ব্যবহার করলে মোটর গাড়ির চালক বিস্তৃত ক্ষেত্রের যানবাহন, এমনকি দূরে থাকা যানবাহনও ভালো করে দেখতে পারেন। এর ফলে দূর্ঘটনা এড়ানো সম্ভব হয় এবং গাড়ি চালানোর সময় গাড়ির চালকের সুবিধা হয়।
আরও পড়ুন : শুদ্ধ বর্ণালি ও অশুদ্ধ বর্ণালি কাকে বলে
২। স্ট্রিট ল্যাম্প প্রতিফলক কাঁচ হিসাবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়।