গোলীয় দর্পণ ২ প্রকারের হয় –
- উত্তল দর্পণ
- অবতল দর্পণ
এই ওয়েবসাইটে প্রকাশিত আগের পোষ্টে উত্তল দর্পণের ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই পোষ্টে অবতল দর্পণের ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
Table of Contents
অবতল দর্পণ কাকে বলে?
যে ধরণের দর্পণে অবতল পৃষ্ঠ প্রতিফলক তল হিসাবে কাজ করে, সেই ধরণের দর্পণকে অবতল দর্পণ বলা হয়ে থাকে।
অবতল দর্পণের ব্যবহার
অবতল দর্পণ নানা জায়গাতে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে, নিচে অবতল দর্পণের কয়েকটি ব্যবহার উল্লেখ করা হল-
১। দন্ত চিকিৎসকেরা দাঁত পরীক্ষা করার সময় অবতল দর্পণ ব্যবহার করে থাকেন।
দন্ত চিকিৎসকেরা কি ধরনের দর্পণ ব্যবহার করেন?
দন্ত চিকিৎসকেরা অবতল দর্পণ ব্যবহার করেন।
দন্ত চিকিৎসকেরা কেন অবতল দর্পণ ব্যবহার করেন?
অবতল দর্পণ তার খুব কাছাকাছি (ফোকাস ও মেরুর মধ্যে) থাকা কোন বস্তুর সমশীর্ষ, বিবর্ধিত অসদ প্রতিবিম্ব গঠন করে। দন্ত চিকিৎসকরা অবতল দর্পণকে দাঁতের খুব কাছাকাছি নিয়ে ব্যবহার করায়, লক্ষ্যবস্তু (এক্ষেত্রে দাঁত) ফোকাস এবং মেরুবিন্দুর মধ্যে থাকে – অর্থাৎ এক্ষেত্রে দাঁতের সমশীর্ষ, বিবর্ধিত অসদ প্রতিবিম্ব গঠিত হয়।
যেহেতু দন্ত চিকিৎসকদের দাঁতের বিবর্ধিত প্রতিবিম্ব দেখতে পেলে চিকিৎসা করতে সুবিধা হয় – এজন্য দন্ত চিকিৎসকেরা দাঁত পরীক্ষার সময় অবতল দর্পণ ব্যবহার করেন।
২। সেলুন / বিউটি পার্লারে ব্যবহৃত কাঁচে অবতল দর্পণ ব্যবহার করা হয়।