লম্ব আপতন কাকে বলে? | লম্ব প্রতিফলন কাকে বলে?

লম্ব আপতন কাকে বলে?

আলো যদি কোনো প্রতিফলক বা প্রতিসারক তলের ওপর এমনভাবে আপতিত হয়, যাতে আপতন কোণ ০° (শূন্য ডিগ্রি) হয়, তাকে লম্ব আপতন বলে।

লম্ব প্রতিফলন কাকে বলে?

আলো যদি কোনো প্রতিফলক তলের ওপর এমনভাবে আপতিত হয়, যাতে প্রতিফলন কোণ ০° (শূন্য ডিগ্রি) হয়, তাকে লম্ব প্রতিফলন বলে।

প্রতিফলনের ঘটনাতে যেহেতু আপতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান হয়, তাই প্রতিফলনের ক্ষেত্রে লম্ব আপতন ঘটলে লম্ব প্রতিফলনও ঘটে।

লম্ব আপতনের ক্ষেত্রে আপতন কোন হয় ০° (শূন্য ডিগ্রি)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *