অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে ? অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে সৃষ্টি হয় ?
নদীর মধ্য বা নিম্নগতিতে নদী বাঁক অত্যাধিক বেড়ে গেলে বাঁকের মধ্যবর্তী অংশ মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে ঘোড়ার খুঁড়ের মতো যে হ্রদের সৃষ্টি হয়, তাকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে ।
সমভূমিতে মধ্য বা নিম্ন প্রবাহে স্বল্প জলস্রোতে নিম্নক্ষয় যেমন বন্ধ হয় তেমনই পার্শ্বক্ষয় খুবই সামান্য পরিমাণে হয় । এমতো অবস্থায় –
i) নদী বাকের সংখ্যা বাড়তে থাকে ।
ii) দুটি বাঁক যখন খুব কাছাকাছি চলে আসে তখন বাকের মধ্যবর্তী অংশ দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় ।
ii) পরিশেষে, বাকদ্বয়ের ব্যবধান বিলুপ্ত হলে প্রধান নদী সোজা পথে বয়ে চলে এবং পরিতক্ত বাকটির চারিপাশে পলি, বালি, কাঁদা জমে ঘোড়ার খুঁড়ের ন্যায় অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টি করে ।