(√15+√3) এবং (√10 + √8) এর মধ্যে কোনটি বড়

প্রশ্ন

(\sqrt{15} + \sqrt{3})

এবং (\sqrt{10} + \sqrt{8}) এর মধ্যে কোনটি বৃহত্তর

উত্তর

$latex (\sqrt{10} + \sqrt{8})

সূত্র (Hint)

(\sqrt{15} + \sqrt{3}) এবং (\sqrt{10} + \sqrt{8}) এর মধ্যে কোনটি বড় তা নির্ণয় করার জন্য আমরা উভয় রাশির বর্গ নির্ণয় করব। উভয় রাশির বর্গ তুলনা করলে যে রাশির বর্গের মানটি বড় হবে, সেটিই হবে বৃহত্তর রাশি।

ব্যাখ্যা / সমাধান

Step 1: (\sqrt{15} + \sqrt{3}) এর বর্গ করে পাই –

\left(\sqrt{15} + \sqrt{3}\right)^2
= (\sqrt{15})^2 + 2\sqrt{15}\sqrt{3} + (\sqrt{3})^2 [\left(a+b\right)^2 এর সূত্র প্রয়োগ করে পাই]
= 15 + 2\sqrt{45} + 3
= 18 + 2\sqrt{45}

Step 2: (\sqrt{10} + \sqrt{8}) এর বর্গ করে পাই –

\left(\sqrt{10} + \sqrt{8}\right)^2
= (\sqrt{10})^2 + 2\sqrt{10}\sqrt{8} + (\sqrt{8})^2 [\left(a+b\right)^2 এর সূত্র প্রয়োগ করে পাই]
= 10 + 2\sqrt{80} + 8
= 18 + 2\sqrt{80}

এখন, \left(18 + 2\sqrt{80}\right) > \left(18 + 2\sqrt{45}\right)

(\sqrt{10} + \sqrt{8}) > (\sqrt{15} + \sqrt{3})

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *