10Ω রোধের একটি পরিবাহীর মধ্য দিয়ে 0.5 A তড়িৎপ্রবাহ হচ্ছে। পরিবাহীতে প্রতি মিনিটে উৎপন্ন তাপ নির্ণয় করো।

প্রশ্ন

10Ω রোধের একটি পরিবাহীর মধ্য দিয়ে 0.5 A তড়িৎপ্রবাহ হচ্ছে। পরিবাহীতে প্রতি মিনিটে উৎপন্ন তাপ নির্ণয় করো।

উত্তর

150 জুল

সমাধান

প্রদত্ত:

রোধ (R) = 10 \Omega


প্রবাহমাত্রা (I) = 0.5\text{A}
সময় (t) = 1 মিনিট = 60 সেকেন্ড

∴ পরিবাহীতে উৎপন্ন তাপ সংক্রান্ত জুলের সূত্র থেকে পাই,

প্রতি মিনিটে উৎপন্ন তাপ (H) = I^2Rt
\Rightarrow H = (0.5)^2 \times 10 \times 60

\Rightarrow H = 150 জুল

∴ 10Ω রোধের একটি পরিবাহীর মধ্য দিয়ে 0.5 A তড়িৎপ্রবাহ হলে পরিবাহীতে প্রতি মিনিটে উৎপন্ন তাপ 150 জুল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *