প্রশ্ন
1.5 সেমি ব্যাস ও 0.2 সেমি বেধের কয়েকটি গোলাকার মুদ্রা গলিয়ে একটি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করা হল যার উচ্চতা 10 সেমি ও ব্যাস 4.5 সেমি। মুদ্রার সংখ্যা নির্ণয় করো।
উত্তর
450 টি
মাধ্যমিকের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্ক পাওয়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন – মাধ্যমিক অঙ্ক প্রশ্ন ও সমাধান
ব্যাখ্যা / সমাধান
ধরি, মুদ্রার সংখ্যা x টি
গোলাকার মুদ্রার ব্যাস (2r) =
∴ ব্যাসার্ধ
বেধ (h) =
∴ প্রতিটি মুদ্রার আয়তন =
∴ টি মুদ্রার আয়তন
এখন, নিরেট লম্ব বৃত্তাকার দন্ডের উচ্চতা
ব্যাস
∴ ব্যাসার্ধ
লম্ব বৃত্তাকার দন্ডের আয়তন =
আমরা জানি, টি মুদ্রার আয়তন = লম্ব বৃত্তাকার দন্ডের আয়তন
টি