কোনো আসল ও তার বার্ষিক সবৃদ্ধিমূলের অনুপাত 25:28 হলে বার্ষিক সুদের হার কত?

প্রশ্ন

কোনো আসল ও তার বার্ষিক সবৃদ্ধিমূলের অনুপাত 25:28 হলে বার্ষিক সুদের হার কত? {Madhyamik 2017]

উত্তর

12%

ব্যাখ্যা / সমাধান

ধরা যাক, আসল = এবং সবৃদ্ধিমূল = 28x টাকা

সুদ = 28x - 25x = 3x

টাকা

এখন, আসল (p) = 25x টাকা
সুদ (I) = 3x টাকা
সময় (t) = 1 বছর

ধরা যাক, বার্ষিক সরল সুদের হার = r %

আমরা জানি, I = \dfrac{prt}{100}

\Rightarrow 3x = \dfrac{25x \times r \times 1}{100}

r = 12\%

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *