নাইট্রোলিম বা ক্যালশিয়াম সায়ানামাইড

নাইট্রোলিম হল সায়ানামাইড আয়ন ঘটিত একপ্রকার ক্যালসিয়াম লবণ যা নাইট্রোজেন সার হিসেবে ব্যবহৃত হয়। এর রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম সায়নামাইড কিন্তু সাধারণভাবে এটি নাইট্রোলিম বা নাইট্রোলাইম নামে বহুল পরিচিত। 

নাইট্রোলিম এর রাসায়নিক সংকেত হল CaCN2। বিশুদ্ধ অবস্থায় ক্যালসিয়াম সায়ানামাইড সাদা কঠিন পদার্থ কিন্তু অশুদ্ধি উপস্থিত থাকলে এর রং হয় ছাই বা কালো।

এতে গঠনকারী উপাদান হিসাবে থাকে ৫০.০৩% ক্যালসিয়াম (Ca), ১৪.৯৯% কার্বন (C), এবং ৩৪.৯৮% নাইট্রোজেন (N)।

নাইট্রোলিম এর আবিষ্কার:

জার্মান রসায়নবিদ এডলফ ফ্র্যাঙ্ক এবং নিকোডেম কারো ১৮৯৮ সালে প্রথম নাইট্রোলিম আবিষ্কার করেন।

নাইট্রোলিম প্রস্তুত করার জন্য তাঁরা ক্যালসিয়াম কার্বাইডকে নাইট্রোজেন গ্যাসের উপস্থিতিতে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করেন। নাইট্রোজেন গ্যাস এবং ক্যালসিয়াম কার্বাইড এর বিক্রিয়ায় উৎপন্ন হয় ক্যালসিয়াম সাইনামাইড। বিক্রিয়ার সমীকরণ নিচে দেওয়া হল –

\text{CaC}_2 + \text{N}_2 \rightarrow \text{CaCN}_2 + \text{C}

এই বিক্রিয়াটি পরবর্তীকাল ফ্র্যাঙ্ক-কারো সংশ্লেষণ নামে বিখ্যাত হয়।

নাইট্রোলিমের পরীক্ষাগার প্রস্তুতি:

এখনও পরীক্ষাগারে ফ্র্যাঙ্ক-কারো সংশ্লেষণ পদ্ধতিতেই ক্যালসিয়াম সাইনামাইড বা নাইট্রোলিম প্রস্তুত করা হয়।

এর জন্য প্রথমে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম কার্বাইড নেওয়া হয়। তারপর এই ক্যালসিয়াম কার্বাইডকে প্রায় ১০০০° বৈদ্যুতিক চুল্লিতে উত্তপ্ত করা হয়। বৈদ্যুতিক চুল্লিতে ক্যালসিয়াম কার্বাইড কে পোড়ানোর সময় এর মধ্যে নাইট্রোজেন গ্যাস চালনা করা হয়। কয়েক ঘন্টা নাইট্রোজেন গ্যাস চালনা করার পর উৎপন্ন ক্যালসিয়াম সায়ানামাইড কে ধীরে ধীরে ঠান্ডা করা হয় এবং অবশিষ্ট ক্যালসিয়াম কার্বাইডকে জল দিয়ে ধুয়ে ফেলা হয়।

ব্যবহার:

ক্যালসিয়াম সায়ানামাইড বা নাইট্রোলিম মুখ্যত সার হিসেবে ব্যবহার করা হয়। সার হিসেবে ব্যবহার করলে জলের সংস্পর্শে এসে এটি ধীরে ধীরে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে, যা থেকে গাছপালা বহুদিন পর্যন্ত নাইট্রোজেন গ্যাস সংগ্রহ করতে পারে।

এছাড়াও কীটনাশক হিসেবেও এর ব্যবহার আছে। ক্যালসিয়াম সায়ানাইড তৈরি করার জন্যও পরীক্ষাগারে ক্যালসিয়াম সায়ানামাইড ব্যবহার করা হয়ে থাকে।

নাইট্রিডিং প্রক্রিয়ার সাহায্যে তিল বা লোহার পৃষ্ঠে নাইট্রোজেন চালনা করে স্টিল বা লোহার দৃঢ়তা, কাঠিন্য এবং ক্ষয় প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করার জন্যও ক্যালসিয়াম সায়নামাইড বা নাইট্রোলাইম ব্যবহার করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *