বর্তমানে তড়িৎ-বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কী ব্যবহার করা হয়

User
Asked in:
Madhyamik 2025
Subject
Subject:
Physical Science
Class
Class:
Class 10

Click here to see all Madhyamik 2025 Questions Papers

বর্তমানে তড়িৎ-বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে MCB (Miniature Circuit Breaker) ব্যবহার করা হয়।

তড়িৎ বর্তনীতে কোন কারনে অতিরিক্ত তড়িৎ প্রবাহ (কারেন্ট) এসে পড়লে বর্তনীর সঙ্গে যুক্ত তড়িৎযন্ত্র (যেমন টিভি, ফ্রিজ, পাখা) নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এমনকি আগুন ধরে যাওয়ারও সম্ভাবনা থাকে।

তাই বর্তনীর সঙ্গে যুক্ত তড়িৎ যন্ত্র গুলিকে রক্ষা করার জন্য বর্তনীতে ব্যবহার করা হয় ফিউজ এর। ফিউজ তার এমনভাবে নির্বাচন করা হয় যাতে প্রয়োজনের বেশি কারেন্ট বর্তনীতে চলে আসলে ফিউজ তার নিজে গলে গিয়ে অন্য সকল তড়িৎ যন্ত্রকে রক্ষা করে।

কিন্তু ফিউজ এর সমস্যা হল এই যে প্রতিবার এটি গলে নষ্ট হয়ে যাওয়ার পর এটিকে আবার উপযুক্ত নতুন তার দিয়ে প্রতিস্থাপিত করতে হয়।

এজন্য, এখন ফিউজ তারের বিকল্প হিসাবে ব্যবহার করা হচ্ছে এম.সি.বি. (MCB) বা মিনিয়েচার সার্কিট ব্রেকার (Miniature Circuit Breaker)

এম.সি.বি.

মিনিয়েচার সার্কিট ব্রেকার্ড একটি স্বয়ংক্রিয় যন্ত্র যা বর্তনীতে অতিরিক্ত কারেন্ট চলে এলে নিজে থেকেই বর্তনী ছিন্ন করে দেয়, যাতে মেইন্স থেকে অতিরিক্ত কারেন্ট বাড়ির অন্যান্য তড়িৎ যন্ত্রে না পৌঁছাতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *