HS Chemistry Question 2025 PDF With Answers | উচ্চ মাধ্যমিক রসায়ন প্রশ্ন ২০২৫

Presenting the HS Chemistry Question 2025 for all students who are appearing in the upcoming Higher Secondary examination.
আগামী সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক রসায়ন প্রশ্ন এখানে দেওয়া হল।

প্রতিটি প্রশ্নের ঠিক উত্তর প্রদত্ত বিকল্পগুলি থেকে বেছে নিয়ে উত্তরপত্রে লেখো

(i) সিলিকন থেকে n-প্রকৃতির অর্ধপরিবাহী পাওয়ার জন্য অপদ্রব্য হিসাবে যে মৌলটি যোগ করা হয় তার যোজ্যতা হবে

(A) 2
(B) 1
(C) 3
(D) 5

উত্তর: (D) 5

(ii) একটি গ্যালভানিক কোশ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে যখন

(A) E^{\circ}_{red} < 0

(B) E^{\circ}_{red} > 0

(C) \Delta G^{\circ} < 0

(D) \Delta G^{\circ} > 0

উত্তর: (C) \Delta G^{\circ} < 0

(iii) নীচের কোন্ প্রক্রিয়ায় কোলয়েড বিশুদ্ধ করা হয়?

(A) অপলয়ন (পেপটাইজীকরণ)
(B) ঝিল্লিবিশ্লেষণ
(C) তঞ্চন
(D) ব্রেডিগের আর্ক পদ্ধতি

উত্তর: (B) ঝিল্লিবিশ্লেষণ

দেখুন: HS Bengali Question 2025 | উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্ন ২০২৫

(iv) প্রদত্ত অ্যাসিডগুলির মধ্যে কোনটির আম্লিকতা সর্বাধিক?

(A) HCIO
(B) HCIO2
(C) HCIO4
(D) HCIO

উত্তর: (C) HCIO4 (এর রাসায়নিক নাম পারক্লোরিক অ্যাসিড)

(v) নীচের কোনটি অ্যাক্টিনয়েড শ্রেণির অন্তর্গত নয়?

(A) Th
(B) Am
(C) Sm
(D) Np

উত্তর: (C) Sm

(vi) Ni(CO)4 -এ নিকেলের ইলেক্ট্রন বিন্যাস এবং জারণ স্তর কী?

(A) [Ar]3d84s2, 0
(B) [Ar]3d8, +2
(C) [Ar]3d10, 0
(D) [Ar]3d84s2, +2

উত্তর: (A) [Ar]3d84s2, 0

(vii) নীচের কোন্ যৌগটি DDT ?

উত্তর: (D)

(A) 1-মেথোক্সি-1-মিথাইল ইথেন
(B) 2-মেথোক্সি-2-মিথাইল ইথেন
(C) আইসোপ্রোপাইল মিথাইল ইথার
(D) 2-মেথোক্সিপ্রোপেন

উত্তর: (D)

(ix) টলেন্স বিকারকটি হলো

(A) অ্যামোনিয়াকাল কিউপ্রাস ক্লোরাইড
(B) অ্যামোনিয়াকাল কিউপ্রাস অক্সাইড
(C) অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট
(D) অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রাইট

উত্তর: (C) অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট

উত্তর: (B)

(xi) নীচের কোন্ ক্ষারকটি RNA-তে থাকে না?

(A) Uracil
(B) Thymine
(C) Guanine
(D) Cytosine

উত্তর: (B) Thymine

(xii) রাবারের ভল্কানাইজেশন রাবারকে করে তোলে

(A) নরম
(B) কঠিন
(C) কম ইলাস্টিক
(D) জলে দ্রাব্য

উত্তর: (B) কঠিন

(xiii) নীচের কোন্ ধরনের ঔষধটি জ্বর কমাতে ব্যবহার করা হয়?

(A) অ্যান্টিপাইরেটিক
(B) অ্যান্টিহিস্টামাইন
(C) অ্যান্টিবায়োটিক
(D) ট্রানকুইলাইজার

উত্তর: (A) অ্যান্টিপাইরেটিক

(xiv) ইনসুলিন (insulin) হলো

(A) একটি অ্যামিনো অ্যাসিড
(B) একটি কার্বোহাইড্রেট
(C) একটি হরমোন
(D) একটি লিপিড

উত্তর: (C) একটি হরমোন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *