কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ মে ২০২২:
প্রশ্ন – ১: W.T.O. বা World Trade Organisation এর অধীন Technical Barriers on Trade বা T.B.T. কমিটির নতুন চেয়ারম্যান পদে সদ্য কোন ভারতীয়কে নিয়োগ করা হয়েছে?
- Mahesh Kataaria
- Anwar Hussain
- Jayant Agarwal
- Siraj Mohammed
উত্তর দেখুন
Anwar Hussain
প্রশ্ন – ২: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সবথেকে বড় ‘ড্রোন’ উৎসব (ভারত ড্রোন মহোৎসব) নিম্নলিখিত কোন স্থানে উদ্বোধন করেছেন?
- কলকাতা
- মুম্বাই
- চেন্নাই
- নতুন দিল্লি
উত্তর দেখুন
নতুন দিল্লি (স্থান : প্রগতি ময়দান)
প্রশ্ন – ৩: TB সংক্রমণ পরীক্ষা করার জন্য c-TB পরীক্ষা নিম্নলিখিত কোন দেশে সম্প্রতি প্রবর্তিত হবে ?
- আমেরিকা
- রাশিয়া
- ভারত
- জাপান
উত্তর দেখুন
ভারত
প্রশ্ন – ৪: ২০২২ সালের IBA বা International Boxing Assiosiation কতৃক অনুষ্ঠিত মহিলাদের বক্সিং চ্যাম্পিয়নশিপ (Women’s World Boxing Championship) নিম্নলিখিত কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?
- তুর্কি
- জাপান
- ঘানা
- সুইডেন
উত্তর দেখুন
তুর্কি
আজ থেকে আমাদের ওয়েবসাইট আমি পড়ি তে শুরু করা হল একটি নতুন সিরিজ – কারেন্ট অ্যাফেয়ার্স।
এই কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজে প্রতিনিয়ত দেশ-বিদেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সংক্রান্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে।
UPSC, SSC, CGL প্রভৃতি চাকরির পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান / জিকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই সাধারণ জ্ঞান এর একটা বিরাট অংশ জুড়ে থাকে দেশ-বিদেশের নিত্যনতুন ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা থেকে বিভিন্ন প্রশ্ন উত্তর যাকে কারেন্ট অ্যাফেয়ার্স – ও বলা হয়ে থাকে। তাই, চাকরির পরীক্ষার পরীক্ষার্থীদের দৃষ্টিকোণ থেকে ২৮ শে মে – এর এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি খুবই গুরুত্বপূর্ণ।
আজ, অর্থাৎ ২৮ শে মে এর কারেন্ট অ্যাফেয়ার্স – এ প্রাথমিকভাবে ৪ টি প্রশ্ন এবং তার উত্তর দেওয়া হল।