প্রশ্ন – ১:সম্প্রতি বিশাখাপত্তনমে কোন গ্যাস দুর্ঘটনার জন্য ১৫০ জন মহিলা (যারা নিকটবর্তী পোশাক উৎপাদন কারখানায় কাজ করছিলেন) অসুস্থ হয়ে পড়েন ?
অ্যামোনিয়া
কার্বন মনোঅক্সাইড
মিথেন
নাইট্রাস অক্সাইড
উত্তর দেখুনঅ্যামোনিয়া
অ্যামোনিয়া গ্যাস:
অ্যামোনিয়া হল শিল্পে বহুল ব্যবহৃত একটি গ্যাস। এর রাসায়নিক সংকেত হল NH3। এটি একটি অজৈব যৌগ। অ্যামোনিয়া অত্যন্ত জলে দ্রাব্য গ্যাস। এটা এতটাই জলে দ্রাব্য যে মোটামুটি ঘরের তাপমাত্রায় ১ লিটার জলে প্রায় ৪৬০ লিটার অ্যামোনিয়া দ্রবীভূত হতে পারে।
মানুষের শরীরের ওপর অতিরিক্ত অ্যামোনিয়া প্রভাব:
অ্যামোনিয়া মানুষের শরীরের পক্ষে অত্যন্ত বিপদজনক হতে পারে। স্বাভাবিক মাত্রার থেকে বেশি পরিমাণ অ্যামোনিয়ার সংস্পর্শে এলে চোখে তৎক্ষণাৎ জ্বালা হতে শুরু হয়। এছাড়াও অ্যামোনিয়া ত্বকের পক্ষে অত্যন্ত বিপদজনক। অ্যামোনিয়ার পরিমাণ বাতাসে অত্যন্ত বেশি হলে মানুষের মৃত্যুও হতে পারে। এসব কারণে অ্যামোনিয়া কে একটি বিষাক্ত গ্যাস রূপে গণ্য করা হয়।
প্রশ্ন – ২:ঐতিহাসিক ভোটের পর কোন দেশ ইউরোপিয়ান ইউনিয়নের ডিফেন্স পলিসি তে যোগদান করতে চলেছে ?
ফ্রান্স
স্পেন
ডেনমার্ক
নরওয়ে
উত্তর দেখুনডেনমার্ক
ডেনমার্ক-ই সেই একক দেশ ছিল যারা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হওয়া সত্ত্বেও ইউরোপিয়ান ইউনিয়নের ডিফেন্স পলিসিতে যোগদান করেনি। সম্প্রতি ঐতিহাসিক ভোট দান গ্রহণ করার পর দেখা যায় ভোটদাতাদের প্রায় ৬৭% ইউরোপিয়ান ইউনিয়নের ডিফেন্স পলিসিতে যোগদানের পক্ষে, তাই ডেনমার্ক অবশেষে ইউরোপিয়ান ইউনিয়নের ডিফেন্স পলিসি তে যোগদান করবে।
প্রশ্ন ৩: কারেন্ট অ্যাফেয়ার্স ৪ জুন ২০২২
প্রশ্ন – ৪:এশিয়ার সবথেকে বড় ‘লিকুইড মিরর টেলিস্কোপ’ভারতের কোন রাজ্যে বসানো হবে?
গুজরাট
তামিলনাড়ু
মহারাষ্ট্র
উত্তরাখণ্ড
উত্তর দেখুনউত্তরাখণ্ড
মূলত সুপারনোভা, গ্রহাণুদের গতিবিধি লক্ষ্য করার জন্য স্থাপন করা স্থাপন করা এই লিকুইড মিরর টেলিস্কোপএশিয়ার সবথেকে বড় টেলিস্কোপ হবে এবং এটিই ভারতের প্রথম লিকুইড মিরর টেলিস্কোপ। এটি সমুদ্রের থেকে ২৪৫০ মিটার উচ্চতায় হিমালয়ের বুকে বসানো হবে।
প্রশ্ন ৪: কারেন্ট অ্যাফেয়ার্স ৪ জুন ২০২২
প্রশ্ন – ৪:২০২১-২২ অর্থবর্ষে নিম্নলিখিত কোন রাজ্য সবথেকে বেশি পরিমাণে চিনি উৎপাদন করেছে?
উত্তরাখণ্ড
মহারাষ্ট্র
উত্তরপ্রদেশ
বিহার
উত্তর দেখুনমহারাষ্ট্র
২০২১-২২ অর্থবর্ষে উত্তরপ্রদেশকে ছাপিয়ে মহারাষ্ট্র দেশের মধ্যে সবথেকে বেশি পরিমাণে চিনি উৎপাদন করেছে। ২০২১-২২ সালে মহারাষ্ট্রে উৎপন্ন চিনির পরিমাণ ছিল ১৩৮ লক্ষ টন, যেখানে ১৮-১৯ সালে এই পরিমাণ ছিল প্রায় ১০৮ লক্ষ টন।
২০২১-২২ অর্থবর্ষে এই একই সময়ে উত্তর প্রদেশে উৎপন্ন চিনির পরিমাণ হল ১০৪ লক্ষ টন।
প্রশ্ন – ৫:সম্প্রতি সংবাদমাধ্যমে চর্চিত Trincomalee বন্দর নিম্নলিখিত কোন দেশে অবস্থিত?
ভারত
শ্রীলঙ্কা
বাংলাদেশ
মালদ্বীপ
উত্তর দেখুনশ্রীলঙ্কা
সম্প্রতি সংবাদ-মাধ্যমে চর্চিত Trincomalee বন্দর শ্রীলংকায় অবস্থিত। শ্রীলংকায় বর্তমানে এই বন্দরকে একটি ইন্ডাস্ট্রিয়াল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে।
কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা শুধুমাত্র প্রথাগত পরীক্ষার জন্যই নয়, বরং আমাদের প্রত্যাহিক জীবনেও বেশ গুরুত্বপূর্ণ।
এই ওয়েবসাইটে প্রকাশিত কারেন্ট অ্যাফেয়ার্স– এর এই সিরিজে প্রতিনিয়ত দেশ-বিদেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সংক্রান্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে।
UPSC, SSC, CGL প্রভৃতি চাকরির পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান / জিকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই সাধারণ জ্ঞান এর একটা বিরাট অংশ জুড়ে থাকে দেশ-বিদেশের নিত্যনতুন ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা থেকে বিভিন্ন প্রশ্ন উত্তর যাকে কারেন্ট অ্যাফেয়ার্স – ও বলা হয়ে থাকে। তাই, চাকরির পরীক্ষার পরীক্ষার্থীদের দৃষ্টিকোণ থেকে ৪ রা জুন – এর এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি খুবই গুরুত্বপূর্ণ।
আজ, অর্থাৎ ৪ রা জুন এর কারেন্ট অ্যাফেয়ার্স – এ ৫ টি প্রশ্ন এবং তার উত্তর দেওয়া হল। শুধু তাই নয়, প্রশ্ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যও প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া হল।