কারেন্ট অ্যাফেয়ার্স ৬ জুন ২০২২

কারেন্ট অ্যাফেয়ার্স ৬ জুন ২০২২ | 6 June 2022 Current Affairs in Bengali – Most Important Questions

কারেন্ট অ্যাফেয়ার্স ৬ জুন ২০২২:

কারেন্ট অ্যাফেয়ার্স ৬ জুন ২০২২

প্রশ্ন ১: কারেন্ট অ্যাফেয়ার্স ৬ জুন ২০২২

প্রশ্ন – ১: এবছরের পরিবেশ দিবস এর মূলভাব / থিম (Theme) কি ছিল ?

  1. Plant trees, save lifes (গাছ লাগান, জীবন বাঁচান)
  2. Save trees & survive (গাছ বাঁচান এবং বাঁচুন)
  3. Nature first (প্রকৃতিই প্রথম)
  4. Only one Earth (শুধুমাত্র একক পৃথিবী)
উত্তর দেখুনOnly one Earth (শুধুমাত্র একক পৃথিবী)

বিশ্ব পরিবেশ দিবস কেন পালিত হয় ?

ক্রমাগত বৃদ্ধি পেয়ে যাওয়া পরিবেশের বিভিন্ন সমস্যা, বিশ্ব উষ্ণায়ন, জনাকীর্ণতা, স্থিতিশীল উন্নয়ন –  ইত্যাদি সম্পর্কে বিশ্বব্যাপী মানুষকে সচেতন করার জন্য প্রতিবছর ৫ ই জুন পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস।

বিশ্ব পরিবেশ দিবসের ইতিহাস

বিশ্ব পরিবেশ দিবস পালন করার  উদ্যোগ প্রথম ১৯৭২ সালে সম্মিলিত জাতিপুঞ্জের পক্ষ থেকে গ্রহণ করা হয় এবং প্রথম পরিবেশ দিবস পালন করা হয় ১৯৭৩ সালে।

এবছর অর্থাৎ ২০২২ সালের গতকাল (৫ ই জুন) পালন করা হয়েছে ৫০ তম পরিবেশ দিবস।

বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালন করা হয় সুইডেনের স্টকহোম এ, পরিবেশ দিবসের ৫০ তম উদযাপনও এই একই স্থানেই করা হয়েছে। এবছরের বিশ্ব পরিবেশ দিবসের স্লোগান ছিল – OnlyOneEarth

প্রশ্ন ২: কারেন্ট অ্যাফেয়ার্স ৬ জুন ২০২২

প্রশ্ন – ২:পুনিত সাগর অভিযান‘ (Puneet Sagar Abhiyan) নিম্নলিখিত কোন সংস্থাটি শুরু করেছে ?

  1. NCC / National Cadet Corps
  2. Indian Navy
  3. Indian Coast Guard
  4. Ministry of Environment
উত্তর দেখুন

NCC / National Cadet Corps

ন্যাশনাল ক্যাডেট কর্পস বা এন.সি.সি গত ৩০ শে মে থেকে ৫ ই জুন, বিশ্ব পরিবেশ দিবস পর্যন্ত একটি বিশেষ অভিযান করেছে, যার নাম পুনিত সাগর অভিযান

এই অভিযানের উদ্দেশ্য সমুদ্র তীরবর্তী এলাকা, তটভূমি ইত্যাদি এবং অন্যান্য জলাশয় পরিষ্কার করা এবং তাদেরকে প্লাস্টিক মুক্ত করা। এছাড়াও মানুষের ‘স্বচ্ছ ভারত’ মিশনের বার্তাকে ছড়িয়ে দেওয়া এই অভিযানের উদ্দেশ্য গুলির মধ্যে একটি।

প্রশ্ন ৩: কারেন্ট অ্যাফেয়ার্স ৬ জুন ২০২২

প্রশ্ন – ৩: নিম্নলিখিত কোন দেশে পৃথিবীর সবথেকে বড় গাছের খোঁজ পাওয়া গেছে?

  1. ভারত
  2. মায়ানমার
  3. অস্ট্রেলিয়া
  4. কিউবা
উত্তর দেখুনঅস্ট্রেলিয়া

সম্প্রতি The ribbon weed নামক এক ধরনের সামুদ্রিক ঘাসের সন্ধান পাওয়া গেছে অস্ট্রেলিয়ায় যা পৃথিবীর সবথেকে বড় গাছ। গবেষকদের ধারণা অনুযায়ী এটি প্রায় ৪৫০০ বছরের পুরনো

এই গাছটি ছড়িয়ে রয়েছে প্রায় ২০ হাজার হেক্টর / ১৮০ কিলোমিটার জায়গা জুড়ে, যা হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে অবস্থিত ভারতের বৃহত্তম গাছ (বিস্তৃতির দিক দিয়ে) – বট গাছের (The great Banyan Tree) থেকে প্রায় ১৪ হাজার গুণ বেশি। এই গাছের বিজ্ঞানভিত্তিক নাম হল Posidonia australis.

প্রশ্ন ৪: কারেন্ট অ্যাফেয়ার্স ৬ জুন ২০২২

প্রশ্ন – ৪: ২০২২ এর ফ্রেঞ্চ ওপেনের পুরুষ বিভাগে কে জয়লাভ করেছেন ?

  1. Rafael Nadal
  2. Roger Federer
  3. Novak Djokovic
  4. Casper Rudd
উত্তর দেখুনRafael Nadal

Rafael Nadal ২০২২ ফ্রেঞ্চ ওপেনের পুরুষ বিভাগের অন্তিম পর্যায়ে / ফাইনালে Casper Ruud কে হারিয়ে জয়লাভ করেছেন ।

ফাইনালে Rafael Nadal সংগ্রহ করতে সক্ষম হয়েছিলেন ৮৬ পয়েন্ট এবং Casper Ruud সংগ্রহ করেছেন  ৫৫ পয়েন্ট।

প্রশ্ন ৫: কারেন্ট অ্যাফেয়ার্স ৬ জুন ২০২২

প্রশ্ন – ৫: খেলো ইন্ডিয়া ইয়ুথ গেম (Khelo India Youth Game) – এর চতুর্থ সংস্করণ নিম্নলিখিত কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে ?

  1. মধ্যপ্রদেশ
  2. হরিয়ানা
  3. মেঘালয়
  4. মহারাষ্ট্র
উত্তর দেখুনহরিয়ানা

চতুর্থ খেলো ইন্ডিয়া ইয়ুথ গেম (Khelo India Youth Game) হরিয়ানার পঞ্চকুলা তে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, হরিয়ানার মুখ্যমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী।

প্রতিযোগিতায় অনুষ্ঠিত খেলা গুলির মধ্যে ছিল ব্যাডমিন্টন, ফুটবল, কবাডি প্রভৃতি।

কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা শুধুমাত্র প্রথাগত পরীক্ষার জন্যই নয়, বরং আমাদের প্রত্যাহিক জীবনেও বেশ গুরুত্বপূর্ণ।

এই ওয়েবসাইটে প্রকাশিত কারেন্ট অ্যাফেয়ার্স– এর এই সিরিজে প্রতিনিয়ত দেশ-বিদেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সংক্রান্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে।

UPSC, SSC, CGL প্রভৃতি চাকরির পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান / জিকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই সাধারণ জ্ঞান এর একটা বিরাট অংশ জুড়ে থাকে দেশ-বিদেশের নিত্যনতুন ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা থেকে বিভিন্ন প্রশ্ন উত্তর যাকে কারেন্ট অ্যাফেয়ার্স – ও বলা হয়ে থাকে। তাই, চাকরির পরীক্ষার পরীক্ষার্থীদের দৃষ্টিকোণ থেকে ৬ ই জুন – এর এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি খুবই গুরুত্বপূর্ণ।

আজ, অর্থাৎ ৬ ই জুন  এর কারেন্ট অ্যাফেয়ার্স – এ ৫ টি প্রশ্ন এবং তার উত্তর দেওয়া হল। শুধু তাই নয়, প্রশ্ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যও প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া হল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *