Table of Contents
Toggleকারেন্ট অ্যাফেয়ার্স ৮ জুন ২০২২:
প্রশ্ন ১: কারেন্ট অ্যাফেয়ার্স ৮ জুন ২০২২
প্রশ্ন – ১: বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস কবে পালন করা হয়?
- ৬ ই জুন
- ৭ ই জুন
- ৮ ই জুন
- ৯ ই জুন
উত্তর দেখুন
৭ ই জুনবিশ্ব খাদ্য সুরক্ষা দিবস
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু (WHO) এর উদ্যোগে প্রতিবছর ৭ ই জুন পালন করা হয় বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস / World Food Safety Day.
এবছর অর্থাৎ ২০২২ এ বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস এর মূলভাব / থিম ছিল ‘নিরাপদ খাদ্য, ভালো স্বাস্থ্য’ / ‘Safer food better health’
প্রশ্ন ২: কারেন্ট অ্যাফেয়ার্স ৮ জুন ২০২২
প্রশ্ন – ২: ‘জাতীয় আদিবাসী গবেষণা প্রতিষ্ঠান’ / National Tribal Research Institute নিম্নলিখিত কোন স্থানে উদ্বোধন করা হবে?
- কলকাতা
- রাঁচি
- নতুন দিল্লি
- পুনে
উত্তর দেখুন
নতুন দিল্লি
জাতীয় আদিবাসী গবেষণা প্রতিষ্ঠান
সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা দিল্লিতে জাতীয় আদিবাসী গবেষণা প্রতিষ্ঠান বা National Tribal Research Institute এর উদ্বোধন করলেন।
এই প্রতিষ্ঠান ভারতে বসবাসকারী আদিবাসী সম্প্রদায় গুলির ঐতিহ্য তুলে ধরবে এবং সেগুলো সংরক্ষণের ব্যবস্থা নেবে।
প্রশ্ন ৩: কারেন্ট অ্যাফেয়ার্স ৮ জুন ২০২২
প্রশ্ন – ৩: ক্রেডিট সম্বন্ধিত সরকারি যোজনা এর ওপর তৈরি করা নতুন সরকারি ওয়েবসাইট টির নাম কি?
- PM Yojana Portal
- Indian Scheme Portal
- Jan Samarth Portal
- Bharat Yojna Portal
উত্তর দেখুন
Jan Samarth Portal
সম্প্রতি কেন্দ্র সরকার তাদের সমস্ত ক্রেডিট সম্বন্ধিত যোজনাকে (মূলত সেই যোজনা যেগুলির মাধ্যমে সাধারণ মানুষের কাছে সরাসরি টাকা পৌঁছে যাচ্ছে) সাধারণ মানুষের কাছে আরো সহজলভ্যভাবে পৌঁছে দেওয়ার জন্য একটি নতুন পোর্টাল এর উদ্বোধন করেছে, যার নাম জন সমর্থ পোর্টাল (Jan Samarth Portal)
এই পোর্টালের মাধ্যমে সরকার তাদের ১৩ টি যোজনা গুলিকে সহজলভ্য হবে অনলাইনে নিয়ে আসবে।
এই পোর্টালের মাধ্যমে সাধারণ মানুষ নির্দিষ্ট কোনো যোজনার ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে তথ্য পাবে, অনলাইনে আবেদন করতে পারবে, যোজনার অনুমোদন (approval) পেতে পারবে এবং তারা নির্দিষ্ট কোনো যোজনা পাওয়ার ক্ষেত্রে যোগ্য কিনা তাও জানতে পারবে।
প্রশ্ন ৪: কারেন্ট অ্যাফেয়ার্স ৮ জুন ২০২২
প্রশ্ন – ৪: নিম্নলিখিত কোন রাজ্য ডিউক (Duke) প্রজাপতিকে তাদের রাজ্য-প্রজাপতি হিসেবে ঘোষণা করেছে ?
- ছত্রিশগড়
- সিকিম
- নাগাল্যান্ড
- গোয়া
উত্তর দেখুন
সিকিম
সম্প্রতি সিকিমের মুখ্যমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবসের দিন ডিউক প্রজাপতি নামক একটি বিশেষ প্রজাতির প্রজাপতিকে তাদের রাজ্য প্রজাপতি হিসেবে ঘোষণা করেছেন।
সিকিমে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলা একটি অনলাইন সমীক্ষার মাধ্যমে সেখানকার অধিবাসীদের কাছে রাজ্যের জাতীয় প্রজাপতিকে নির্বাচন করার জন্য একটি সমীক্ষা চালানো হয়। এই অনলাইন সমীক্ষায় ৫৭% ভোটে জয় লাভ করে ডিউক প্রজাপতি এবং সেজন্য সিকিমের জাতীয় প্রজাপতি হিসাবে ডিউক প্রজাপতিকে মনোনীত করা হয়।
ডিউক প্রজাপতিকে প্রধাণত পূর্ব হিমালয় পার্বত্য অঞ্চলে মোটামুটি ১৫০০ মিটার উচ্চতার নিচে পাওয়া যায়। এটি সিকিমে ১৮৫৮ প্রথম আবিষ্কৃত হয়। এটি Bassarona Durga নামেও পরিচিত এবং এর বৈজ্ঞানিক Bassarona Durga Durga
প্রশ্ন ৫: কারেন্ট অ্যাফেয়ার্স ৮ জুন ২০২২
প্রশ্ন – ৫: নিম্নলিখিত কোন ব্যক্তিত্ব সম্প্রতি আলবানিয়া দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ?
- Bajrang Begaj
- Sali Berisha
- Ilir Meta
- Tim Bravo
উত্তর দেখুন
Bajrang BegajBajrang Begaj সম্প্রতি আলবানিয়ার ৯ ম রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হয়েছেন। এনি ১৯৬৮ সালের ২০ ই মার্চ জন্মগ্রহণ করেন। পেশাগত দিক দিয়ে Bajrang Begaj একজন মিলিটারি পদাধিকারী। ইনি আলবানিয়ার ৩য় মিলিটারি পদাধিকারী যাকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
কারেন্ট অ্যাফেয়ার্স ৮ জুন ২০২২ সংক্রান্ত গুরুত্বপূর্ণ FAQ:
প্রশ্ন – কাকে সম্প্রতি আলবানিয়া দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে?
উত্তর – Bajrang Begaj
প্রশ্ন – সম্প্রতি সিকিম কোন প্রজাপতিকে তাদের রাজ্য-প্রজাপতি হিসাবে গ্রহণ করেছে?
উত্তর – ডিউক প্রজাপতি
কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা শুধুমাত্র প্রথাগত পরীক্ষার জন্যই নয়, বরং আমাদের প্রত্যাহিক জীবনেও বেশ গুরুত্বপূর্ণ।
এই ওয়েবসাইটে প্রকাশিত কারেন্ট অ্যাফেয়ার্স– এর এই সিরিজে প্রতিনিয়ত দেশ-বিদেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সংক্রান্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে।
UPSC, SSC, CGL প্রভৃতি চাকরির পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান / জিকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই সাধারণ জ্ঞান এর একটা বিরাট অংশ জুড়ে থাকে দেশ-বিদেশের নিত্যনতুন ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা থেকে বিভিন্ন প্রশ্ন উত্তর যাকে কারেন্ট অ্যাফেয়ার্স – ও বলা হয়ে থাকে। তাই, চাকরির পরীক্ষার পরীক্ষার্থীদের দৃষ্টিকোণ থেকে ৭ ই জুন – এর এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি খুবই গুরুত্বপূর্ণ।
আজ, অর্থাৎ ৭ ই জুন এর কারেন্ট অ্যাফেয়ার্স – এ ৫ টি প্রশ্ন এবং তার উত্তর দেওয়া হল। শুধু তাই নয়, প্রশ্ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যও প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া হল।