Table of Contents
Toggleকারেন্ট অ্যাফেয়ার্স ৯ জুন ২০২২:
প্রশ্ন ১: কারেন্ট অ্যাফেয়ার্স ৯ জুন ২০২২
প্রশ্ন – ১: নিম্নলিখিত কোন প্রতিষ্ঠানটি ভারতের ১০১ তম ইউনিকর্ন (Unicorn) হিসেবে নিজেকে সদ্য প্রতিষ্ঠিত করেছে?
- Physics Wallah
- Vedantu
- EdLine
- Unacademy
উত্তর দেখুন
Physics Wallahসম্প্রতি Physics Wallah নামক একটি Ed-Tech প্রতিষ্ঠান ভারতের ১০১ তম ইউনিকর্নের স্বীকৃতি পেয়েছে।
ইউনিকর্ন স্টার্টআপ কি?
ইউনিকন স্টার্টআপ হলো সেই ধরনের স্টার্টআপ যেগুলির মূল্যায়ন (valuation) ১০০ কোটি ডলার এর ওপর পৌঁছায়।
ইউনিকন কথাটির আক্ষরিক অর্থ হল পক্ষীরাজ। যেহেতু খুব কম স্টার্টআপ – এরই মূল্যায়ন / valuation ১০০ কোটি ডলার এর ওপর পৌঁছায়, তাই এই বিরল স্টার্টআপ গুলিকে ইউনিকর্ন বলা হয়।
Physics Wallah কি ?
অলখ পান্ডে (Alakh Pandey) দ্বারা প্রতিষ্ঠিত Physics Wallah হল ভারতের ১০১ তম ইউনিকন স্টার্টআপ।
এটি একটি Ed-Tech ভিত্তিক সংস্থা (Ed-Tech সংস্থা – যেসব সংস্থা গুলি প্রযুক্তি / technology কে শিক্ষা বিস্তারের কাজে ব্যবহার করে। মূলত প্রযুক্তিকে ব্যবহার করেই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষা দেওয়া হয়।)
Alakh Pandey কে?
Physics Wallah এর শুরু হয়েছিল একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে। প্রথমদিকে Physics Wallah – Alakh Pandey নামক ইউটিউব চ্যানেলে Alakh Pandey নিজেই ক্লাস ১১, ১২ এর পদার্থবিদ্যা এবং রসায়ন পড়াতেন। তার অভিনব শিক্ষাদানের পদ্ধতি এই চ্যানেলের সমস্ত ছাত্রকে এখনও মুগ্ধ করে চলেছে। ধীরে ধীরে তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছান এবং এখন এই চ্যানেলটি ভারতের সবথেকে বড় ইউটিউব চ্যানেল গুলির মধ্যে অন্যতম।
প্রশ্ন ২: কারেন্ট অ্যাফেয়ার্স ৯ জুন ২০২২
প্রশ্ন – ২: নিম্নলিখিত কোন ব্যক্তিত্ব IRONMAN Triathlon সম্পন্ন করা প্রথম রেলওয়ে আধিকারিক হয়েছে?
- Nitesh Gupta
- Shreyas Hosur
- Bipul Kumar
- Ravi Khan
উত্তর দেখুন
Shreyas Hosur
IRONMAN Triathlon হল পৃথিবীর সবথেকে কঠিনতম Triathlon। Shreyas Hosur হলেন ভারতীয় রেলের প্রথম আধিকারিক যিনি IRONMAN Triathlon সফলভাবে উত্তীর্ণ হয়েছে। Shreyas Hosur বর্তমানে ভারতীয় রেলের দক্ষিণ-পশ্চিম বিভাগে কর্মরত।
IRONMAN Triathlon কি?
IRONMAN Triathlon হল এক ধরনের দৌড় প্রতিযোগিতা, যেই প্রতিযোগিতার তিনটি পর্যায় থাকে।
এর মধ্যে প্রথম পর্যায়ে থাকে ২.৪ মাইলের সাঁতার, ১১২ মাইনের সাইকেল দৌড এবং ২৬.২২ মাইলের ম্যারাথন দৌড়। IRONMAN Triathlon কে পৃথিবীর সবথেকে কঠিন ও তম দৌড় প্রতিযোগিতা হিসেবে বিবেচনা করা হয়।
প্রশ্ন ৩: কারেন্ট অ্যাফেয়ার্স ৯ জুন ২০২২
প্রশ্ন – ৩: সুপ্রিম কোর্ট সংরক্ষিত অরণ্যের চারপাশে কমপক্ষে কত কিলোমিটারের Eco-Sensitive Zone বাধ্যতামূলক করেছে ?
- 0.5
- 1
- 1.5
- 5
উত্তর দেখুন
1সম্প্রতি সুপ্রিম কোর্ট প্রত্যেকটি প্রত্যেকটি সংরক্ষিত বনাঞ্চলের চারপাশে ১ কিলোমিটারের একটি Eco-Sensitive Zone বজায় রাখার নির্দেশ দিয়েছে।
এই নির্দেশ অনুযায়ী ওই অঞ্চলে ব্যবসায়ীক কাজে কোন খনি খনন করা, বড়সড় মাপের জলবিদ্যুৎ প্রকল্প, দূষক দ্রব্য উৎপাদক জিনিসের কারখানা স্থাপন ইত্যাদি বিভিন্ন কাজ করা যাবে না।
প্রশ্ন ৪: কারেন্ট অ্যাফেয়ার্স ৯ জুন ২০২২
প্রশ্ন – ৪: মহিলাদের ফ্রেঞ্চ ওপেন টেনিস ২০২২ (একক বিভাগে) কে বিজয়ী হয়েছেন?
- IGA Swiatek
- Coco Gauff
- J Pegula
- Maria Sakkari
উত্তর দেখুন
IGA SwiatekIGA Swiatek ২০২২ ফ্রেঞ্চ ওপেনের মহিলা বিভাগের অন্তিম পর্যায়ে / ফাইনালে Coco Gauff কে পরাজিত করে জয়লাভ করেছেন ।
ফাইনালে IGA Swiatek সংগ্রহ করতে সক্ষম হয়েছিলেন ৬২ পয়েন্ট এবং Coco Gauff সংগ্রহ করেছিলেন ৩৯ পয়েন্ট।
IGA Swiatek (২১) একজন পোল্যান্ডবাসী টেনিস তারকা। Women’s Tennis Association এর রেংকিং অনুযায়ী তিনি বর্তমানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহিলা টেনিস খেলোয়াড়। ইনি ২ বার গ্র্যান্ড স্ল্যাম এ জয়লাভ করেছেন।
প্রশ্ন ৫: কারেন্ট অ্যাফেয়ার্স ৯ জুন ২০২২
প্রশ্ন – ৫: কোন তারকা মহিলা ক্রিকেটের সমস্ত রকম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন?
- ঝুলন গোস্বামী
- হরমনপ্রীত কাউর
- মিতালী রাজ
- দীপ্তি শর্মা
উত্তর দেখুন
মিতালী রাজসর্বকালের অন্যতম সেরা মহিলা ক্রিকেট খেলায় মিতালি রাজ সদ্য ক্রিকেটের সব থেকে তার অবসর ঘোষণা করেছেন। তিনি ১৮৮২ সাল রাজস্থানের যোধপুরে জন্মগ্রহণ করেছিলেন। ভারতীয় ক্রিকেটে তার অসামান্য অবদানের জন্য তিনি ইতিমধ্যেই পদ্মশ্রী, অর্জুন পুরস্কার, ধ্যান চাঁদ খেলরত্ন পুরস্কার ছাড়াও বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।
কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা শুধুমাত্র প্রথাগত পরীক্ষার জন্যই নয়, বরং আমাদের প্রত্যাহিক জীবনেও বেশ গুরুত্বপূর্ণ।
এই ওয়েবসাইটে প্রকাশিত কারেন্ট অ্যাফেয়ার্স– এর এই সিরিজে প্রতিনিয়ত দেশ-বিদেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সংক্রান্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে।
UPSC, SSC, CGL প্রভৃতি চাকরির পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান / জিকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই সাধারণ জ্ঞান এর একটা বিরাট অংশ জুড়ে থাকে দেশ-বিদেশের নিত্যনতুন ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা থেকে বিভিন্ন প্রশ্ন উত্তর যাকে কারেন্ট অ্যাফেয়ার্স – ও বলা হয়ে থাকে। তাই, চাকরির পরীক্ষার পরীক্ষার্থীদের দৃষ্টিকোণ থেকে ৯ ই জুন – এর এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি খুবই গুরুত্বপূর্ণ।
আজ, অর্থাৎ ৯ ই জুন এর কারেন্ট অ্যাফেয়ার্স – এ ৫ টি প্রশ্ন এবং তার উত্তর দেওয়া হল। শুধু তাই নয়, প্রশ্ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যও প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া হল।