About Us

About Us (আমাদের সম্বন্ধে)

নমস্কার, আপনাদের সকলকে স্বাগত এই ওয়েবসাইট – আমি পড়ি (amipori.in) তে।

‘আমিপড়ি.in’ (amipori.in) একটি শিক্ষামূলক ওয়েবসাইট। মূলত বাংলা মাধ্যমের ছাত্র-ছাত্রীদের শিক্ষামূলক বিভিন্ন বিষয়ে সাহায্য করার জন্য এই ওয়েবসাইটটি নির্মাণ করা হয়েছে।

ইন্টারনেট অগাধ তথ্যের সাগর। পৃথিবীতে এই মুহূর্তে এমন খুব কম বিষয়ই আছে যা নিয়ে ইন্টারনেটে কোনো নিবন্ধ লেখা হয়নি। প্রতিমুহূর্তে ইন্টারনেটে বিভিন্ন রকম বিষয়ে অগণিত নিবন্ধ লেখা হয়ে চলেছে; শিক্ষাক্ষেত্রও তার ব্যতিক্রম নয়।

শত-সহস্র শিক্ষা অনুরাগী ওয়েবসাইট নির্মাতারা ওয়েবসাইট তৈরি করেছেন ছাত্র-ছাত্রীদের কাছে শিক্ষার বিভিন্ন বিষয় পৌঁছে দেওয়ার জন্য। এই সব সাইটের মধ্যে কিছু কিছু সাইট থেকে ছাত্রছাত্রীরা বিনামূল্যে শিক্ষা গ্রহণ করতে পারে আবার কিছু কিছু সাইট এমনও আছে যাতে নির্দিষ্ট অর্থের বিনিময়েই ছাত্রছাত্রীরা শিক্ষা লাভ করতে পারে।

‘আমি পড়ি.in’ (amipori.in) এ আমরা মনে করি – শিক্ষা হওয়া উচিত সবার জন্য উন্মুক্ত – অর্থাৎ বিনামূল্যে। তাই এই উদ্যোগ – amipori.in। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা নিরন্তর প্রচেষ্টা করে চলেছি ছাত্র-ছাত্রীদেরকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রকার ভাবে সহযোগিতা করার জন্য।

বাংলা (Bangla) থেকে শুরু করে ভূগোল (Geography), পদার্থবিদ্যা (Physics), ইংরাজী (English), রসায়ন (Chemistry) – প্রায় প্রত্যেকটি বিষয়ে শিক্ষার্থীদের জিজ্ঞাস্য বহু প্রশ্ন-উত্তর ইতিমধ্যেই এই ওয়েবসাইটে লেখা হয়ছে এবং প্রতিনিয়ত চেষ্টা চালানো হচ্ছে প্রতিটি বিষয়ে আরও বেশিসংখ্যক নিবন্ধ প্রকাশিত করার।

ত্রুটিপূর্ণ তথ্য সব সময়ই শিক্ষার্থীদের মনে বিভ্রান্তির সৃষ্টি করে। তাই প্রতিটি নিবন্ধ প্রকাশিত হওয়ার পূর্বে আমরা সর্বান্তকরণে প্রচেষ্টা করি সেটি থেকে সম্ভাব্য সকল প্রকার ত্রুটি দূর করে ত্রুটিহীন নিবন্ধ পাঠকগণকে উপহার দেওয়ার।

যেহেতু এই ওয়েবসাইটটি মূলত শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করা হয়েছে তাই চেষ্টা করা হয়েছে ওয়েবসাইটিতে যথাসম্ভব সহজ সরল ভাষা ব্যবহার করার।

যে সকল অগণিত পাঠকগণ আমাদের ওয়েবসাইটে এসেছেন এবং উপকৃত হয়েছেন, আমরা ধন্যবাদ জানাই তাদের সকলকে।