বাংলা গানের ধারায় মান্না দের অবদান

ভূমিকা ও মান্না দের প্রাথমিক সঙ্গীত জীবন

বাংলা গানের ধারায় মান্না দে এক অবিস্মরণীয় নাম। মান্না দের প্রকৃত নাম প্রবোধ চন্দ্র দে। ১৯১৯ সালে কলকাতা শহরে জন্মগ্রহণ করে এই প্রবাদপ্রতিম শিল্পী। তাঁকে বাংলা গানের স্বর্ণযুগের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী বলে মনে করা হয়।

ওস্তাদ অমন আলী খান এর থেকে সংগীত শিক্ষা লাভ করেন মান্না দে। দীর্ঘ জীবনে তিনি প্রায় ৩০০০ এর বেশি গান রেকর্ড করেছেন – এই গানগুলোর বেশিরভাগই রেকর্ড হয়েছিল বাংলা এবং হিন্দি ভাষাতে।

তামান্না নামক হিন্দি ছবিতে নেপথ্য গায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেও মান্না দে সব থেকে জনপ্রিয় হন বাংলা সিনেমার গান এবং বেসিক রেকর্ডের গানে এর মধ্যে দিয়ে।

বাংলা গানের ধারায় মান্না দের গাওয়া সিনেমার গান

বাংলা ভাষায় বহু জনপ্রিয় গান রেকর্ড করেছেন মান্না দে। শুধুমাত্র বাংলা সিনেমাতেই ১০০০ এর বেশি গানে কন্ঠ দিয়েছেন তিনি। তাঁর গাওয়া বাংলা সিনেমার কয়েকটি অবিস্মরণীয় গান হল –

  • হয়তো তোমারই জন্য
  • কে প্রথম কাছে এসেছি
  • বড়ো একা লাগে
  • আমি যে জলসাঘরে
  • আমি যামিনী তুমি শশী
  • কাহারবা নয় দাদরা বাজাও
  • আমি তার ঠিকানা রাখিনি
  • জীবনে কি পাবোনা
  • আমি কোন পথে যে চলি

বাংলা গানের ধারায় মান্না দের গাওয়া বেসিক রেকর্ডের গান

এছাড়াও অসংখ্য জনপ্রিয় গান রেকর্ড করেছেন মান্না দে, সেগুলির মধ্যে অন্যতম কিছু গান হল –

  • কফি হাউজের সেই আড্ডাটা
  • ক ফোঁটা চোখের জল
  • যদি কাগজে লেখো নাম
  • ও চাঁদ, সামলে রাখো
  • দ্বীপ ছিল শিখা ছিল
  • কতদিন দেখিনি তোমায়
  • কে তুমি তন্দ্রাহরণী
  • কোথায় কোথায় যে রাত হয়ে যায়

মান্না দে বহু শ্যামা সংগীতও রেকর্ড করেছিলেন। ‘আমায় একটু জায়গা দাও’, ‘আমি দুচোখ ভরে ভুবন দেখি’, ‘আমি তফাত বুঝিনা’ – মান্না দের গাওয়া জনপ্রিয় শ্যামা সংগীত।

সিনেমার গানে বহু সংগীত শিল্পীদের সঙ্গে কাজ করেছেন মান্না দে। লতা মঙ্গেশকর, হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায় – শিল্পীদের সঙ্গে বহু বাংলা ডুয়েট গান করেছেন মান্না দে।

লতা মঙ্গেশকরের সঙ্গে ‘কে প্রথম কাছে এসেছি’, হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে ‘হাজার টাকার ঝাড়বাতিটা’, সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে ‘চম্পা চামেলী গোলাপেরই বাগে’ গানগুলি আজও মননশীল সংগীত শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়। বাংলা গানের স্বর্ণযুগের দুজন জনপ্রিয় সঙ্গীত পরিচালক – নচিকেতা ঘোষ এবং সুধীন দাশগুপ্ত – এর সঙ্গেও কাজ করেছেন মান্না দে।

উত্তম কুমারের সঙ্গে মান্না দের প্রথম ছবি হল গলি থেকে রাজপথ, কিন্তু ১৯৬০ সালে মুক্তি পাওয়া অ্যান্টনি ফিরিঙ্গি ছবি থেকে তাঁদের নায়ক-গায়ক জুটি জনপ্রিয়তা পায়। অ্যান্টনি ফিরিঙ্গি ছাড়াও শঙ্খবেলা, স্ত্রী এবং অগ্নিপরীক্ষা ছবিতে মান্না দে উত্তম কুমারের সঙ্গে কাজ করেছিলেন।

মৃত্যু

২০১৩ সালের অক্টোবর মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে ২৪ অক্টোবর বেঙ্গালুরু এক বেসরকারি হাসপাতালে দুপুর ৩.৪৫ এ মহাসিন্ধুর ওপারে পাড়ি দেন এই জনপ্রিয় কণ্ঠসঙ্গীত শিল্পী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *