বাংলা গানের ইতিহাসে সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবদান – উচ্চ মাধ্যামিক বাংলা

বাংলা গানের ইতিহাসে সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবদান নিচে সংক্ষেপে বর্ণনা করা হল।

ভূমিকা

বাংলা গানের ইতিহাসে স্বর্ণযুগের যেসব শিল্পীর নাম উজ্জ্বল অক্ষরে লেখা থাকবে তাঁদের মধ্যে অন্যতম হলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। স্বর্ণযুগের বাংলা সংগীতের অন্যতম কালজয়ী কন্ঠ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। আধুনিক বাংলা গানের জগতে তিনি এক স্বর্ণোজ্জ্বল ধ্রুবতারা ।

বাংলা গানের ইতিহাসে সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবদান

ওস্তাদ বড়ে গোলাম আলি খান ও ওস্তাদ মুনাব্বর আলি খানের কাছ থেকে তিনি শৈশবে শাস্ত্রীয় সংগীতের তালিম নিয়েছিলেন । মাত্র ১৭ বছর বয়সে রাইচাঁদ বড়ালের সংগীত নির্দেশনায় “অঞ্জন গড়” (হিন্দি) ছবিতে নেপথ্য কণ্ঠশিল্পী রূপে তিনি সঙ্গীতজগতে আত্মপ্রকাশ করেন। কণ্ঠসম্পদ ও দক্ষতাকে তিনি অনবদ্য মুন্সিয়ান ভাবোপযোগী ও সিনেমেটিক করে তুলেছেন।

আরও পড়ো – বাংলা বিজ্ঞানচর্চার ধারায় জগদীশচন্দ্র বসুর অবদান

প্রবাদপ্রতীম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর গাওয়া গানগুলি বাঙালির চিরদিনের সম্পদ। হেমন্ত-সন্ধ্যা জুটি উত্তম-সুচিত্রা জুটির নেপথ্য কণ্ঠ হিসাবে সীমাহীন জনপ্রিয়তা লাভ করে। হেমন্ত মুখোপাধ্যায় ছাড়াও সন্ধ্যা মুখোপাধ্যায় যাদের সুরে গান গেয়েছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নচিকেতা ঘোষ এবং রবীন চট্টোপাধায় প্রমুখ। সন্ধ্যা মুখোপাধ্যায় মান্না দের সঙ্গেও বেশ কয়েকটি গানে জুটি বাঁধেন।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের কয়েকটি জনপ্রিয় গান

১। ঘুম ঘুম চাঁদ
২। এই পথ যদি না শেষ হয় (সিনেমা – সপ্তপদী)
৩। এ শুধু গানের দিন
৪। মধু মালতী ডাকে আয়
৫। কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে
৬। কে তুমি আমারে ডাকো (সিনেমা – অগ্নিপরীক্ষা)
৭। কি মিষ্টি, দেখো মিষ্টি, ইত্যাদি…

শুরু নিট (NEET) 2023 এর রেজিস্ট্রেশন – জানুন প্রক্রিয়া, তারিখ ও তথ্য

পুরষ্কার এবং সম্মান

সঙ্গীতশিল্পী হিসাবে সন্ধ্যা মুখোপাধ্যায় বহু পুরষ্কার লাভ করেন। রবীন্দ্র-পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর তাঁর কন্ঠে মুগ্ধ হয়ে তাঁকে ‘গীতশ্রী‘ উপাধি দেন। ২০১১ সালে তিনি বঙ্গবিভূষণ উপাধিতে ভূষিত হন। এছাড়াও ১৯৭১ সালে ‘নিশিপদ্ম’ ছবির কন্ঠশিল্পী হিসাবে জাতীয় পুরস্কার লাভ করেন। ২০০৯ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থাকে সাম্মানিক ডি.লিট. উপাধি প্রদান করে। ২০২২ সালে ভারত সরকার তার নাম পদ্মশ্রীর জন্য মনোনীত করলেও তিনি সেই পুরস্কার নিতে অস্বীকার করেন।

উপসংহার:

২০২২ সালের ২৭ শে জানুয়ারি কোভিড রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর তাঁকে আর সম্পূর্ণরূপে সারিয়ে তোলা সম্ভব হয়নি। ২৭ শে ফেব্রুয়ারি পরলোক গমন করেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। সন্ধ্যা মুখোপাধ্যায় বাংলা গানের জগতে চিরস্মরণীয় হয়ে থাকবেন তাঁর অনন্য কণ্ঠের জন্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *