তড়িৎচালক বল কাকে বলে
পদার্থবিদ্যায় বিশেষত ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে তড়িৎচালক বল একটি অন্যতম গুরুত্বপূর্ণ এবং মৌলিক ধারণা। তড়িৎ বর্তনী সংক্রান্ত বিভিন্ন গাণিতিক এবং বাস্তব সমস্যা সমাধানের জন্য তড়িৎচালক বল সম্পর্কে ধারণা থাকা একান্ত আবশ্যক। নিচে তড়িৎচালক বল সম্পর্কে সম্মক ধারণা প্রদান করার চেষ্টা করা হল, তড়িৎচালক বল কি, তড়িৎচালক বল কেন তৈরি হয় এবং তড়িৎচালক বল দ্বারা কি করা যায় – এই নিবন্ধ পড়লে ছাত্রছাত্রীরা এই সমস্ত কিছু সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারবে।