Geography

পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রীভবনের কারণ

ভারতের পূর্ব-মধ্যাংশে ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ

প্রতি বছর ভারতে ব্যাপক পরিমাণে আকরিক লোহা থেকে লোহা উৎপাদন করা হয়।আমাদের দেশের পূর্ব – মধ্যাংশে অর্থাৎ পূর্ব – মধ্য ভারতের সমগ্র দেশের অন্যান্য অংশের তুলনায় অনেক বেশি পরিমাণে লোহা উৎপাদিত হয়। পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রীভবনের কারণ এখানে আলোচনা করা হল।