অধ্যায় – চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস
বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে
ধরি, মূলধন = p টাকা
বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার = r%
n বছরে ওই টাকা (p টাকা) দ্বিগুণ হয়
লেখা যায়,
আরও পড়ুন – মাধ্যমিক অঙ্ক – প্রশ্ন ও সমাধান
যখন, মূলধন 2 বছরে দ্বিগুণ হয়
……(i)
যখন, মূলধন 4 বছরে দ্বিগুণ হয়
এখন, ধরা যাক, মূলধনটি x বছরে 4 গুণ হবে
[∵, ]
উত্তর – বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে 2n বছরে 4 গুণ হবে