2x=3sinθ এবং 5y=3cosθ সম্পর্ক দুটি থেকে θ অপনয়ন করো

প্রশ্ন

2x=3sinθ এবং 5y=3cosθ সম্পর্ক দুটি থেকে θ অপনয়ন করে x ও y এর মধ্যে সম্পর্কটি লেখো।

উত্তর

4x^2 + 25y^2 = 9

ব্যাখ্যা / সমাধান

2x=3sin\theta …(i)
5y=3cos\theta ….(ii)

(i) নং সমীকরণ থেকে পাই,

2x=3sin\theta
\Rightarrow sin\theta = \dfrac{2x}{3}

উভয়পক্ষে বর্গ করে পাই,

\Rightarrow sin^2\theta = \left(\dfrac{2x}{3}\right)^2

\Rightarrow sin^2\theta = \dfrac{4x^2}{9} …(iii)

আবার (ii) নং সমীকরণ থেকে পাই,

5y=3cos\theta
\Rightarrow cos\theta = \dfrac{5y}{3}

উভয়পক্ষে বর্গ করে পাই,

\Rightarrow cos^2\theta = \left(\dfrac{5y}{3}\right)^2

\Rightarrow cos^2\theta = \dfrac{25y^2}{9} …(iv)

(iii) + (iv) করে পাই,

\Rightarrow sin^2\theta + cos^2\theta = \dfrac{4x^2}{9} + \dfrac{25y^2}{9}

\Rightarrow sin^2\theta + cos^2\theta = \dfrac{4x^2}{9} + \dfrac{25y^2}{9}

\Rightarrow 1 = \dfrac{4x^2 + 25y^2}{9}

4x^2 + 25y^2 = 9

ইহাই নির্ণেয় x এবং y এর মধ্যে সম্পর্ক

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *