20,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় কর

প্রশ্ন

20,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় কর।

উত্তর

50 টাকা

ব্যাখ্যা / সমাধান

Case 1: সরল সুদের ক্ষেত্রে

প্রদত্ত:
মূলধন (p) = 20000 টাকা, সরল সুদের হার (r) = 5%, সময় (t) = 2 বছর

∴ সুদ (IS) = \dfrac{prt}{100} = \dfrac{20000 \times 5 \times 2}{100} = 2000

টাকা

∴ দুই বছরের মোট সরল সুদ (IS) = 2000 টাকা

Case 2: চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে

মূলধন (p) = 20000 টাকা, চক্রবৃদ্ধতি সুদের হার (r) = 5%, সুদের পর্ব (n) = 2 বছর

∴ সমুল চক্রবৃদ্ধি = p\left(1+ \dfrac{r}{100}\right)^n

= 20000\left(1 + \dfrac{5}{100}\right)^2

20000\left(\dfrac{105}{100}\right)^2

20000\left(\dfrac{21}{20}\right)^2

20000 \times \dfrac{441}{400}

50 \times 441 = 22050 টাকা

∴ দুই বছরের মোট চক্রবৃদ্ধি সুদ (IC) = 20000 – 22050 টাকা = 2050 টাকা

চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর = সমুল চক্রবৃদ্ধি সুদ (IC) – সরল সুদ (IS) = 2050 – 2000 = 50 টাকা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *