একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অন্যোন্যকের অন্তর 9/20 হলে ভগ্নাংশটি নির্ণয় করো।

প্রশ্ন

একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অন্যোন্যকের অন্তর \dfrac{9}{20}

হলে, ভগ্নাংশটি কত?

উত্তর

-\dfrac{4}{5}

সমাধান

ধরা যাক, প্রকৃত ভগ্নাংশটি x

∴ ভগ্নাংশটির অন্যোন্যক = \dfrac{1}{x}

প্রশ্নানুসারে, প্রকৃত ভগ্নাংশ – ভগ্নাংশটির অন্যোন্যক = \dfrac{9}{20}

\therefore x - \dfrac{1}{x} = \dfrac{9}{20}

\Rightarrow \dfrac{x^2 - 1}{x} = \dfrac{9}{20}

\Rightarrow 20x^2 - 20 = 9x

\Rightarrow 20x^2 -9x - 20  = 0

\Rightarrow 20x^2 - 9x - 20  = 0

\Rightarrow 20x^2 - (25-16)x - 20  = 0

\Rightarrow 20x^2 - 25x + 16x - 20  = 0

\Rightarrow 5x(4x-5) + 4(4x-5) = 0

\Rightarrow (4x-5)(5x+4) = 0

হয়, 4x-5= 0

\Rightarrow x = \dfrac{5}{4} [সম্ভব নয়, কারণ \dfrac{5}{4} প্রকৃত ভগ্নাংশ নয়]

নাহলে, 5x+4= 0

\Rightarrow x= -\dfrac{4}{5} [সম্ভব]

∴ প্রকৃত ভগ্নাংশটি হল -\dfrac{4}{5}

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *