সমাধান করো: 3x^2+8x+2=0

প্রশ্ন

3x^2+8x+2=0 সমীকরণের দুটি বীজ নির্ণয় করো

উত্তর

x = \dfrac{-4 + \sqrt{10}}{3}, x = \dfrac{-4 - \sqrt{10}}{3}

ব্যাখ্যা / সমাধান

প্রদত্ত সমীকরণ: 3x^2 + 8x + 2 = 0

শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, x = \dfrac{-b \pm \sqrt{b^2 - 4ac}}{2a}

প্রদত্ত সমীকরণকে ax^2+bx+c=0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই, a = 3, b = 8, \text{ and } c = 2

নির্ণায়ক (\Delta) = b^2 - 4ac

\Rightarrow \Delta = (8)^2 - 4(3)(2)

\Rightarrow \Delta = 64 - 24

\Rightarrow \Delta = 40

যেহেতু, নির্ণায়ক (\Delta) > 0 অর্থাৎ, সমীকরণটির দুটি বাস্তব বীজ বর্তমান।

\therefore x = \frac{-b + \sqrt{\Delta}}{2a} \text{ and } x = \frac{-b - \sqrt{\Delta}}{2a}

উক্ত সূত্র প্রয়োগে সমীকরণের সমাধান নির্ণয়:

প্রথম বীজ / সমাধান: \Rightarrow x = \dfrac{-8 + \sqrt{40}}{2(3)}

\Rightarrow x = \dfrac{-8 + 2\sqrt{10}}{6}

\Rightarrow x = \dfrac{-4 + \sqrt{10}}{3}

দ্বিতীয় বীজ / সমাধান:

\Rightarrow x = \dfrac{-8 - \sqrt{40}}{2(3)}

\Rightarrow x = \dfrac{-8 - 2\sqrt{10}}{6}

\Rightarrow x = \dfrac{-4 - \sqrt{10}}{3}

∴ সমীকরণটির দুটি বীজ:

x = \dfrac{-4 + \sqrt{10}}{3} এবং x = \dfrac{-4 - \sqrt{10}}{3}

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *