16 কে এরূপ দুই অংশে বিভক্ত করো যেন বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে 164 বেশী

User
Asked in:
Madhyamik 2025
Subject
Subject:
Math
Class
Class:
Class 10

মাধ্যমিক ২০২৫ এর অন্য একটি প্রশ্ন: a:2=b:5 হলে a, b এর কত % এর সমান হবে (উত্তরের জন্য এখানে ক্লিক করুন)

ধরা যাক, বৃহত্তর অংশ x

∴ ক্ষুদ্রতর অংশ 16-x

[দ্রষ্টব্য: এখানে, x কে ক্ষুদ্রতর অংশ এবং 16-x কে বৃহত্তর অংশ হিসাবে বিবেচনা করেও অঙ্কটির সমাধান করা যেত।]

প্রশ্নানুসারে, 2\times(x^2) = 164 + (16-x)^2

\Rightarrow 2x^2 = 164 + 256 -32x + x^2

\Rightarrow 420 - 32x - x^2 = 0

\Rightarrow x^2 + 32x - 420 = 0…(i)

(i) কে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপের সঙ্গে তুলনা করে পাই,

a = 1, b = 32, c = -420

শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই,

x = \dfrac{-b \pm \sqrt{b^2-4ac}}{2a}

মান বসিয়ে পাই,

x = \dfrac{-32 \pm \sqrt{32^2-4 \times 1 \times (-420)}}{2 \times 1}

\Rightarrow x = \dfrac{-32 \pm \sqrt{1024+1680}}{2}

\Rightarrow x = \dfrac{-32 \pm \sqrt{2704}}{2}

\Rightarrow x = \dfrac{-32 \pm 52}{2}

হয়, x = \dfrac{-32 + 52}{2}

\Rightarrow x = \dfrac{20}{2} = 10

নাহলে,

x = \dfrac{-32 - 52}{2}

\Rightarrow x = \dfrac{-84}{2} = -42 (সম্ভব নয়)

∴ বৃহত্তর অংশ = 10, ক্ষুদ্রতর অংশ 16-10 = 6

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *