যে লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ 1.5 মিটার এবং তির্যক উচ্চতা 14 মিটার, তার পার্শতলের ক্ষেত্রফল কত

Question (প্রশ্ন):

যে লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ 1.5 মিটার এবং তির্যক উচ্চতা 14 মিটার, তার পার্শতলের ক্ষেত্রফল কত?

Options (বিকল্প):

(a) 66 বর্গমিটার
(b) 22 বর্গমিটার
(c) 44 বর্গমিটার
(d) 88 বর্গমিটার

Answer (উত্তর):

(a) 66 বর্গমিটার

Explanation (ব্যাখ্যা):

প্রদত্ত:

শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ (r )= 1.5m


তির্যক উচ্চতা (l) = 14m

আমরা জানি, লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল = \pi r l

= \dfrac{22}{7} \times 1.5 \times 14 = 66 বর্গমিটার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *