একটি বাড়িতে 100W এর চারটি বাতি, 60W এর 2টি পাখা দৈনিক গড়ে 5 ঘণ্টা করে চলে। প্রতি ইউনিট মূল্য 5 টাকা হলে 30 দিনে কত বিল হবে?

চারটি 100W বাতির জন্য প্রতি ঘণ্টায় খরচ হয় –

100 \times 4 = 400 Wh

চারটি 100W বাতির জন্য 5 ঘণ্টায় খরচ হয়

400 \times 5 = 2000 Wh

দুটি 60W এর পাখা চালানোর জন্য প্রতি ঘণ্টায় খরচ হয় –

60 \times 2 = 120 Wh

প্রশ্ন – 2Ω, 3Ω এবং 6Ω রোধ তিনটিকে কীভাবে সংযুক্ত করলে 4Ω তুল্যরোধ পাওয়া যাবে

দুটি 60W এর পাখা চালানোর জন্য 5 ঘণ্টায় খরচ হয়

120 \times 5 = 600 Wh

∴ বাতি ও পাখা চালানোর জন্যে প্রতিদিনে মোট খরচ হয় –

600 + 2000 = 2600 Wh = 2.6K Wh

∴ বাতি ও পাখা চালানোর জন্যে 30 দিনে মোট খরচ হয় –

2.6 \times 30 = 78K Wh

প্রতি ইউনিট 5 টাকা হিসাবে 30 দিনে মোট খরচ হয় –

78 \times 5 = 390টাকা

∴ 30 দিনে কত বিল হবে 390 টাকা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *