96 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন?

প্রশ্ন

96 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন? [প্রদত্ত: K=39, Cl=35.5, O=16]

উত্তর

245 গ্রাম

ব্যাখ্যা / সমাধান

উক্ত বিক্রিয়াটির সমীত সমীকরণ হল

2 \text{KClO}_3 \xrightarrow{\text{Heat}} 2 \text{KCl} + 3 \text{O}_2

বিক্রিয়ার ব্যবহৃত বিক্রিয়ক, অর্থাৎ পটাশিয়াম ক্লোরেট এর মোট ভর = 2 \times 39 + 35.5 + 3 \times 16 গ্রাম = 245 গ্রাম

বিক্রিয়ায় উৎপন্ন 3 অণু অক্সিজেনের মোট আণবিক ভর = 3 \times 32 = 96 গ্রাম

∴ 96 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন হবে 245 গ্রাম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *